X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের প্রথম দলকে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৯:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:২৪


পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী (ফাইল ছবি)

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রথম দলকে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধিদল এ মাসের শেষদিকে ঢাকায় আসবেন।
সোমবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।   
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের কাছে ৮ হাজার জনের ( রোহিঙ্গা) একটি তালিকা দিয়েছিলাম। মিয়ানমার সরকার যাচাই বাছাই করে তাদের ক্লিয়ার করেছে (দেশটির অধিবাসী হিসেবে শনাক্ত করেছে)। এ বিষয়ে তাদের গত মাসে আমি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, মিয়ানমারের ইউনিয়নমন্ত্রী টিন্ট সোয়ে এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে চীনের পক্ষ থেকে জানানো হয় তারা এক হাজার বাড়ি তৈরি করে দেবে। আমি বলেছি , আমরা প্রথম ব্যাচ যেটি পাঠানোর চেষ্টা করছি তারা যে গ্রামের লোক সেই গ্রামে বাড়ি তৈরি করলে ভালো হয়। আমি মিয়ানমারকে প্রথম থেকেই বলে আসছি রোহিঙ্গারা ফেরত গেলে থাকবে কোথায়? তারা এখন সেটি বুঝতে পেরেছে। এখন দেখা যাক। ’
মন্ত্রী আরও জানান, ‘যে ৮ হাজার লোককে মিয়ানমার শনাক্ত করেছে তারা কোন গ্রামের অধিবাসী সেটিও আমরা খুঁজে বের করেছি।’

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড় দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। টেকনাফের দিকে যাচ্ছেন এক রোহিঙ্গা বৃদ্ধা। হারিয়াখালী এলাকা থেকে তোলা। (ফাইল ছবি: বাংলা ট্রিবিউন
প্রথম ব্যাচে ৮ হাজার যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৮ হাজার তারা ক্লিয়ার করেছে। এরমধ্যে যদি আরও কিছু হয় তারাও যাবে।’
তবে কবে প্রথম ব্যাচের রোহিঙ্গারা যাবে এ বিষয়ে তিনি কোনও কিছু বলেননি।

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন
উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও এসব রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি বাংলাদেশ আহ্বান জানায় এবং জাতিসংঘসহ বিভিন্ন ফোরামের মাধ্যমে দেশটিকে এ ব্যাপারে চাপ দিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপের কারণে মিয়ানমার যাচাই বাছাইয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হওয়ার পর ২০১৭ সালের ২৩ নভেম্বর দুই দেশ একটি অ্যারেঞ্জমেন্ট-এ স্বাক্ষর করে। এরপর বাংলাদেশের পাঠানো প্রথম তালিকা যাচাই-বাছাই শেষে মিয়ানমার ৮ হাজার রোহিঙ্গাকে তাদের দেশের অধিবাসী হিসেবে শনাক্ত করেছে।     

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!