X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাহবুব তালুকদারের বৈঠক বর্জন নিয়ে কথা বলবেন না সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৬:২৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:২৭





সিইসি কে এম নূরুল হুদা কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক বর্জন ও ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া নিয়ে মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমাকে ইনসিস্ট (জোরাজুরি) করবেন না। আমি ওটা নিয়ে কথা বলবো না।’
এদিকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও জাতীয় নির্বাচন পরিচালনার কাজ কঠিন হবে না বলে সিইসি এ সময় মন্তব্য করেন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।
আগেরদিন সোমবার কমিশন বৈঠকে নোট অব ডিসেন্ট (ভিন্ন মত) দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বেরিয়ে যান। এ সময় তিনি কমিশনের বিরুদ্ধে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তোলেন। এর আগে গত ৩০ আগস্ট ইভিএম সংক্রান্ত বিষয়ে মতানৈক্য হওয়ায়ও তিনি নির্বাচন কমিশনের বৈঠক বর্জন করেছিলেন।

নির্বাচনের সময় কোন ধরনের সরকার থাকবে, সেটার জন্য আপনারা তফসিল পর্যন্ত অপেক্ষা করছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘অবশ্যই। আমরা দেখি না সংসদ সদস্যদের কীভাবে রাখেন। সরকারের অবস্থান কী থাকবে, এমপিদের অবস্থান কী থাকবে— এটা নিয়ে আজকে কোনও কথা হয়নি।’
নির্বাচনি আচরণবিধির বিষয়ে তিনি বলেন, ‘আচরণবিধিতে কিছু কিছু পরিবর্তনের উদ্যোগ নেবো। তবে কী তা এখন মনে নেই। নির্বাচন কমিশনার কবিতা খানম তৈরি করেছেন। সামনে তিন-চারদিন পর আমাদের কমিশন সভা আছে। সেদিন এটি দেখা হবে।’
মাঠ কর্মকর্তারা নির্বাচনি পরিবেশ নিয়ে কী বলেছেন তা জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘তারা বলেছেন, তাদের যে দায়িত্ব সেগুলোর ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহযোগিতা, পুলিশের সহযোগিতা, জেলা পরিষদের সহযোগিতা— এগুলো তারা প্রচুর পাচ্ছেন এবং তাদের এ পর্যন্ত যে প্রস্তুতি তা ভালো।’

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা