X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ক্ষুরা রোগের ভ্যাকসিন উদ্ভাবন, পাওয়া যাবে ৬০ টাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ২০:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২১:০৯





ক্ষুরা রোগের ভ্যাকসিন উদ্ভাবন, পাওয়া যাবে ৬০ টাকায়

গবাদিপশুর ক্ষুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন করেছে দেশের একদল গবেষক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় এ গবেষণা হয়েছে। এতে সফলভাবে উদ্ভাবিত ‘ট্রাইভ্যালেন্ট টিকা’ ৬০ থেকে ৭০ টাকায় বাজারে পাওয়া যাবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভ্যাকসিন উদ্ভাবনের বিষয়টি অবহিত করেন।
এ গবেষণায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং যশোর বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও ১৬ গবেষক।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ক্ষুরা রোগ বাংলাদেশে গবাদি প্রাণীর একটি প্রধান সংক্রামক ব্যাধি। এ রোগের কারণে বাংলাদেশে প্রতিবছর ১২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়। এ রোগ প্রতিরোধে টিকা প্রধানত আমদানি করা হয়। উদ্ভাবিত এই টিকা বাংলাদেশে বিদ্যমান ক্ষুরা রোগের তিন ধরনের ভাইরাসের সব ধরনের সংক্রমন থেকে গবাদিপশুকে সুরক্ষা দেবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সঞ্চরণশীল ভাইরাস দিয়ে টিকা উদ্ভাবন প্রাণিসম্পদ গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক। প্রাণিসম্পদ উন্নয়নে ও সুরক্ষায় এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ট্রাইভ্যালেন্ট টিকা তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং খামারি পর্যায়ে প্রতিমাত্রা টিকা ৬০-৭০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।’
গবেষক দলের প্রধান ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘গত পাঁচ থেকে ছয় বছর আমরা কাজ শুরু করি। অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তবু এগিয়ে গিয়েছি। গবেষণায় ল্যাব স্থাপনসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে আমাদের দুটি উপ-প্রকল্পের আওতায় হেকেপ থেকে ১০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।’
উদ্ভাবিত ভ্যাকসিনের পেটেন্ট নিবন্ধনের জন্য দেশে-বিদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, হেকেপ পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, ইউজিসি সদস্য ড. ইউসুফ আলী মোল্লা, ড. আক্তার হোসেন ও ড. জাফর ইকবাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অধ্যাপক এবং শিক্ষা মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে গবেষকদলের প্রধান ড. মো. আনোয়ার হোসেন টিকা উদ্ভাবন সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস