X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমাকে কেউ সফল মন্ত্রী বললে লজ্জিত হই: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৫:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:৪৩




নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও অতিথিরা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাকে যখন কেউ সফল মন্ত্রী বলে প্রশংসা করেন, তখন আমি সত্যিই মনে মনে কষ্ট ও লজ্জা পাই। যখন চোখের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশাল একটা যানজট সৃষ্টি হয়, আমি যখন দেখি এই যানজটের মধ্যে আটকে থাকেন নারী শিশু বা মুমূর্ষু রোগী, তাদের যখন রাস্তায় শেষ নিঃশাস ত্যাগ হয়, আমি তখন ব্যথিত হই।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, চার লেন, এলিভেটেড এক্সপ্রেসসহ আমরা আধুনিক ব্যবস্থার দিকে চলে যাচ্ছি। শুধু এসব করেই সমস্যার সমাধান হবে না। আমাদের সমস্যা যতটা ইঞ্জিনিয়ারিং, তার চেয়ে বেশি হচ্ছে সচেতনতামূলক। সচেতনতা বৃদ্ধি আমাদের জন্য বেশি প্রয়োজন। যতই আমরা অবকাঠামো গড়ে তুলি না কেন, সবচেয়ে বেশি প্রয়োজন সড়ক ও পরিবহনের শৃঙ্খলা। এটা সবচেয়ে জরুরি।

মন্ত্রী বলেন, ফোর লেন করেও দুর্ঘটনা কমেনি। ফোর লেনের পর দুর্ঘটনা আরও বেশি হয়। এতে তিন চাকার যানবাহন চলে। অনেক উদ্যোগ নিয়েও তা বন্ধ করতে পারিনি। আমরা যারা রাজনীতি করি, আমরা সচেতন না হলে দেশে সচেতনতা সৃষ্টি হবে না। সড়ক পরিবহনে যে বিশৃঙ্খলার ছবি, এই ছবি বদলাতে হলে আমাদের বদলাতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইকরামুল হাসান, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সংসদ সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।

/এসএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!