X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২৩:১৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২৩:২১





এলিস জি ওয়েলস (ছবি: সংগৃহীত)

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গার ‘জাতিগত নিধনের’ শিকার হয়েছে এবং এই সমস্যার একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস জি ওয়েলস।
সোমবার (২২ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মনোভাবের কথা জানান।
এলিস জি ওয়েলস বলেন, ‘এটির সমাধান হতে হবে রাজনৈতিক এবং এ জন্য মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে করে রোহিঙ্গারা নিরাপদে ফেরত যেতে পারে, নাগরিকত্ব পায় এবং তাদের চলাচলে কোনও প্রতিবন্ধকতা না থাকে।’
তিনি বলেন, ‘আমি সব সময় শুনছি রোহিঙ্গারা দেশে ফেরত যেতে চায়।’
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি সই করেছে সেটির বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র সমর্থন করবে বলেও জানান এলিস জি ওয়েলস।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সম্পর্ক
এলিস জি ওয়েলস বলেন, তার দেশ ঢাকার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দেয় এবং ওয়াশিংটন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।
যুক্তরাষ্ট্রের এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘আমার শেষ বার্তা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অংশীদার হতে চায় এবং আমরা বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দিই।’
তিনি বলেন,‘দারিদ্র্য বিমোচনে ও শিক্ষায় বিনিয়োগের জন্য বাংলাদেশের প্রতি আমার প্রশংসা আছে।’
বাংলাদেশ এখন একটি পর্যায়ে উন্নিত হয়েছে এবং এই অঞ্চলের অন্য দেশগুলির জন্য এটি একটি রোল মডেল মন্তব্য করে ওয়েলস বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে আমি প্রচুর সম্ভাবনা দেখি। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শুধুমাত্র আঞ্চলিক ক্ষেত্রে নয়, বৈশ্বিক ক্ষেত্রেও গুরুত্ব রাখে।’

ডিজিটাল নিরাপত্তা আইন
‘এই আইন নিয়ে আমাদের উদ্বেগ আছে এবং বিষয়টি সরকারকে জানিয়েছি’ বলে জানান এলিস জি ওয়েলস।
তিনি বলেন, ‘আমরা জানি এটি নিয়ে সুশীল সমাজ এরই মধ্যে কথা বলেছে। আমি আশা করি, এই আইন কীভাবে আরও ভালো করা যায় সেটি নিয়ে সরকার ও সুশীল সমাজের মধ্যে সংলাপ হবে।’
শহীদুল আলম প্রসঙ্গ
মার্কিন কূটনীতিক এলিস জি ওয়েলস বলেন, ‘শহীদুল যুক্তরাষ্ট্রে একজন সম্মানিত ফটোগ্রাফার হিসাবে পরিচিত। আমরা সুষ্ঠু বিচার প্রক্রিয়া দেখতে চাই যাতে করে আইনের সামনে তিনি সমান সুযোগ পান।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিই যাতে করে এখানকার সবাই শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাতে পারে।’
জাতীয় সংসদ নির্বাচন
এলিস জি ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় এবং সব পক্ষ যেন কথা বলার সুযোগ পায় সেটি ওয়াশিংটন চায়।
বাংলাদেশে এখন যেটা ঘটছে এবং নির্বাচনের দিন যা ঘটবে দুটোই সমান গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
যুক্তরাষ্ট্র ডা. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটকে সমর্থন করছে— এমন ধারণার বিষয়ে এলিস বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনও একটি দল বা জোটকে সমর্থন করে না। এটি কোনও দল বা জোটের বিষয় নয়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি।’

 

 

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা