X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘অভিবাসন সমস্যা কমাতে মিডিয়া ভূমিকা পালন করতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২৩:৪২আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০০:৩২

 

অভিবাসন বিষয়ক কর্মশালায় অতিথিরা অভিবাসন সংকট নিরসনে মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ শ্যারন ডিমান কে। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে অভিবাসন সমস্যা কমিয়ে আনতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ সোমবার ( ২২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন তিনি।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে আইওএম।  

শ্যারন ডিমান কে বলেন, ‘অভিবাসীদের দেখভাল করার দায়িত্ব আমরা না নিলে নিরাপদ অভিবাসনের লক্ষ্য পূরণ করা যাবে না। অভিবাসন খাতে সমস্যা সবজায়গায় কম বেশি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা অভিবাসীদের নিয়ে মিডিয়ার নিউজ মনিটর করি। তাতে দেখা যায়,  ২০ শতাংশ সংবাদ অভিবাসীদের নিয়ে। বাকি সব সংবাদ নানাধরনের সংকট নিয়ে।’ এ সময় তিনি সাংবাদিকদের অভিবাসন নিয়ে আরও গুরুত্ব সহকারে কাজ করার আহ্বান জানান। এরপর অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির তার উপস্থাপনায় বিশ্বজুড়ে অভিবাসনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তার উপস্থাপনার বিভিন্ন তথ্য সাংবাদিকদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরারও পরামর্শ দেন  তিনি।

আইওএম সদর দফতরের কমিউনিটি অ্যাংগেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার এমি রডস অভিবাসন সংক্রান্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি আইওম কিভাবে মিডিয়ার সঙ্গে কাজ করে সেসব বিষয় তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘অভিবাসন খাত নিয়ে যারা কাজ করেন, তাদের অনেক সুযোগ রয়েছে। শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিষয়ে ভাবলেও অনেক প্রতিবেদন করা যায়। আমি মনে করি, আমরা সাংবাদিকদের সঙ্গে যদি নিয়মিত আলোচনায় বসি তাহলে অনেক প্রতিবেদন করার আইডিয়াগুলো পাওয়া যাবে। এই সেক্টরে যতবেশি প্রতিবেদন করা যাবে এবং এর পরিপ্রেক্ষিতে যা অর্জিত হবে, তা সবই সাংবাদিকদের অর্জন।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইওএম-এর ন্যাশনাল কমিউনিকেশন অফিসার চৌধুরী আসিফ মাহমুদ বিন হারুন, অভিবাসন বিষয়ক রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টসের (আরবিএম) সাধারণ সম্পাদক ও ইউএনবি’র সিনিয়র রিপোর্টার মাসউদুল হক প্রমুখ।

 

 

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা