X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার সময়ের দাবি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২০:২০

‘প্রেক্ষাপট ৭ নভেম্বর’ শীর্ষক বৈঠকিতে অংশগ্রহণকারী অতিথিরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতার হত্যা এবং একই বছরের ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর হত্যার বিচার হচ্ছে, জাতীয় চার নেতার হত্যার বিচার হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হচ্ছে অথচ ৭ নভেম্বরে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার হচ্ছে না। এর বিচার হওয়া উচিত। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস দেশবাসীকে জানা উচিত। এটা এখন সময়ের দাবি।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে মঙ্গলবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ‘প্রেক্ষাপট ৭ নভেম্বর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বক্তারা এসব মন্তব্য করেন।

জাফর ইমাম কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম বলেন, ‘৭ নভেম্বর ইতিহাসের একটি কলঙ্কময় দিন। এই দিনটি কলঙ্কময় দিন। কারণ, এদিন একটি রাষ্ট্রদ্রোহী ঘটনা সংঘটিত হয়। এদিন জাতির সঙ্গে হঠকারিতা হয়েছিল। খন্দকার মোশতাককে চার নেতাকে হত্যার নির্দেশনা দেওয়া হয়েছিল। এটা তিনি স্বীকারও করেছিলেন। তিনি স্বীকার করেছেন এটাই অনেক কিছু। বঙ্গবন্ধুর হত্যার বিচার এখনো অসমাপ্ত। চার নেতাকে হত্যার বিচার অসমাপ্ত। এই কলঙ্কময় অধ্যায়ের সমাপ্তি হওয়া উচিত। হত্যাকারীদের বিচার হওয়া উচিত।’

মাহজাবিন খালেদ বৈঠকিতে অংশ নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ বীর উত্তম-এর মেয়ে সংসদ সদস্য মাহজাবিন খালেদ বলেন, ‘৭ নভেম্বরের পর ভয়ে খালেদ মোশাররফের সন্তান হিসেবে পরিচয় দিতে পারিনি। ঘটনার পর আমাদের তখনকার বাড়িটি আমরা ছেড়ে অন্যত্র পালিয়ে যাই। তবে আমরা ভয়ে নিজেদের পরিচয় দিতে পারিনি। বলতে পারিনি আমরা খালেদ মোশাররফের পরিবার।’

মাহজাবিন খালেদ বলেন, ‘আমার মনে আছে আমি তখন ছোট ছিলাম। তখন আমার মা ৭ নভেম্বরের কথা খুব একটা বলতেন না। তিনি তার স্বামী খালেদ মোশাররফ মানে আমার বাবার নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি।’

তিনি আরও জানান, ‘আমার বাবা খালেদ মোশাররফের একটি ছবিও আমার মা পাননি। ঘর সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছিল। এখন বাবার যেসব ছবি দেখি সেগুলো অন্যদের কাছে ছিল, সেগুলোই দেখি।’

বৈঠকিতে নিজের বাবাসহ ৭ নভেম্বর যেসব মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল, তাদের হত্যাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার, চার নেতার হত্যার বিচার হচ্ছে, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার হচ্ছে অথচ ৭ নভেম্বরে মুক্তিযোদ্ধাদের হত্যার বিচার করা হচ্ছে না। এই বিচার করতে সরকারেরও সদিচ্ছা থাকতে হবে।’

মুশতাক হোসেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন বলেন, ‘৭ নভেম্বর যাদের হত্যা করা হয়েছিল তারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন, তারা দেশের বীর। এখানে উপস্থিত দুই আলোচকের বাবাকে হত্যা করা হয়েছিল। আমি মনে করি এই হত্যাকাণ্ড ন্যক্কারজনক ঘটনা।’

তিনি আরও বলেন, ‘এই দুই সন্তানের বাবা সেই সময় আমাদের প্রতিপক্ষ ছিলেন। তবু তখন কার কী ভূমিকা ছিল তা বোঝা কঠিন। ফলে বর্তমানে ওই সময়ের বিষয়ে কথা বলা কঠিন। তখন রাজনীতির পট ক্ষণে ক্ষণে পরিবর্তন হতো। এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত বলে মনে করি।’

মহিউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘৭ নভেম্বর নিয়ে অনেক কিছু বলার আছে, সাধারণ মানুষের অনেক কিছু জানার আছে, সত্যটাও জানার আছে। দিনটি নিয়ে আলাপ করলে অনির্ধারিতভাবে ১৯৭১ সালের দিকে একবার তাকাতে হয়। তারপর ১৯৭৫ সালের কথা চলে আসে। ৭১-এর ধারাবাহিকতা ধরেই ১৯৭৫ সাল। তিনটি পক্ষ এখানে কাজ করেছে, এই তিন পক্ষ নিয়েই কথা বলতে হবে।’

তিনি বলেন, ‘প্রতি বছরই দিবসটিকে আমরা বিভিন্নভাবে পালন করি। এ নিয়ে একটি মীমাংসায় আসা উচিত। ওই দ্বন্দ্বের মধ্যে থেকে বের হয়ে একটি সমঝোতায় আসা উচিত। কেউ এই দিনটিকে বলেছেন সংহতি দিবস। কেউ বলছেন বিপ্লব দিবস। অন্যদিকে কেউ বলছেন মুক্তিযোদ্ধা হত্যা দিবস। আবার কেউ কেউ সিপাহী-জনতার অভ্যুদয় দিবসও বলেন। আর এভাবেই ‘পলিটিক্যাল মাইলেজ’ চিন্তা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৭ নভেম্বর হত্যাকাণ্ডের অবশ্যই তদন্ত হওয়া উচিত ছিল। এটা এখনও করা উচিত। এটা থেকে পলিটিক্যাল ফায়দা নিতে চেয়ে ক্ষমতার পালাবদল বললে শেষ হয়ে যাবে না। হয়তো এখনও দেশের আর্কাইভে অনেক তথ্য আছে, গোয়েন্দাদের কাছে অনেক তথ্য আছে। সেগুলোর আলোকে তদন্ত হওয়া উচিত।’

নাহিদ নাজমুল হুদা বীর বিক্রম কর্নেল নাজমুল হুদার সন্তান ও শিক্ষক নাহিদ নাজমুল হুদা বলেন, ‘এ দিনে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হলেও দিবসটি উদযাপন করা হতো। এ দিনটি জাতীয় দিবস উল্লেখ করে ছুটিও ঘোষণা করা হয়েছে। আসলেই আমরা অভাগা জাতি।’

নাহিদ নাজমুল হুদা বলেন, “আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর তিনি যুদ্ধে চলে যান। আমি তখন ৩ মাসের শিশু। মা বলেছেন, ‘বাবা আমাদের কথা চিন্তাও করেননি।’ এর ৯ মাস পরে তিনি ফিরলেন। একটি স্বাধীন দেশের পতাকা উপহার দিলেন।”

তিনি বলেন, ‘বাবা সর্বশেষ রংপুরের দায়িত্বে ছিলেন। ১৯৭৫ সালের ৪ নভেম্বর তারিখ সকালে বাবা বাড়ি থেকে ঢাকায় চলে আসেন। ওইদিনই বাবাকে হত্যা করা হয়। ১০ নভেম্বর আমরা ঢাকায় আসি। আমার মা জিয়াউর রহমানকে ফোন করলেন, তার স্বামীর মরদেহ যেন দেওয়া হয়। তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু বলেছিলেন, তার মরদেহ নেওয়ার জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করতে হবে। আমার মা বলেছিলেন, তাদের বুকের কাছে যেন জাতীয় পতাকা দেওয়া হয়। কিন্তু তিনি তা দেননি। এরপর বাবার মরদেহ আনা হলো- একটি সাদা কাপড়ে তা মোড়ানো ছিল। তখন আমার বয়স ৫ বছর। আমার সব মনে আছে।’

তিনি আরও বলেন, ‘এই ৭ নভেম্বর দেশে সরকারি ছুটির দিন পালন করা হতো। আসলে আমরা একটি অভাগা জাতি।’

শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, ‘১৯৭৫ সালে একদিকে বঙ্গবন্ধু, অন্যদিকে চার নেতার লাশ আমাদের দেখতে হয়েছে। এ সময় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনা বীর মুক্তিযোদ্ধারা। আসলেই আমরা দুর্ভাগা জাতি।’

শফিকুল ইসলাম বলেন, ‘খালেদ মোশাররফের অভ্যুত্থান ও একটি সরকারের পতনের কথায় যেতে চাই না। এখানে উপস্থিত দুইজন আলোচকের বাবা দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তারাই দেশের পতাকা হাতে করে ফিরেছিলেন। তাদের হত্যা করা হয়েছিল। আসলেই ৭ নভেম্বর একটি কলঙ্কময় দিন।’

তিনি বলেন, ‘ওই সময় জাতির কাছে একদিকে ছিল বঙ্গবন্ধুর লাশ, অন্যদিকে চার নেতার লাশ। আসলেই আমরা দুর্ভাগা।’

মুন্নী সাহা মুন্নী সাহার সঞ্চালনায় রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিওতে বৈঠকি অনুষ্ঠিত হয়। এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে বৈঠকি সরাসরি সম্প্রচার করা হয়।

/আরএআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্যটনে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত
পর্যটনে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের