X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভোটের তারিখ জোড় না বিজোড়?

এমরান হোসাইন শেখ
০৮ নভেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:০৬

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) এবার তফসিল ঘোষণার তারিখ আগেভাগে জানিয়ে দিলেও ভোটগ্রহণ কবে হবে, তা খোলাসা করে এখনও কিছুই বলেনি। তবে, ‘তফসিলের দিন থেকে ভোটগ্রহণ পর্যন্ত মাঝখানে ৪৫ দিনের কাছাকাছি সময় ব্যবধান থাকবে’, গত ৪ নভেম্বর কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন।

কমিশনার শাহাদাত হোসেনের এই তথ্যের প্রেক্ষাপটে ভোটগ্রহণের তারিখ নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা চলছে। ক্যালেন্ডার ধরেও চলছে রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের ব্যাপক হিসাব-নিকাশ। ৪৫ দিন বা তার কাছাকাছি ব্যবধানে কোনটি ভোটের উপযুক্ত দিন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ৪৫ দিনের ব্যবধানে যে দিনটি পড়ে, তা হচ্ছে ২৩ ডিসেম্বর (রবিবার)। এর দুদিনের মাথায় ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন হওয়ায় সেদিন ভোট না হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। আর  ৪৫ দিনের আগে দুটি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সাধারণত ছুটির দিনে কমিশন ভোটের দিন নির্ধারণ করে না। সেই হিসাবে আগের উপযুক্ত দিনটি হয় ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার)। সেই হিসাবে মোটামুটি ধরেই নেওয়া হচ্ছে— ২০ বা ২৩ ডিসেম্বর হতে যাচ্ছে একাদশ সংসদ নির্বাচন। ফলে গণমাধ্যম কর্মী, রাজনীতিবিদ ও ইসি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনা— এই দুটি দিনের মধ্যে কোনটা ভোটের তারিখ?  আলোচনায় এমনও প্রশ্ন উঠছে— ভোটের তারিখ জোড় না বেজোড়? গাণিতিক হিসাবে ২০ সংখ্যাটি হচ্ছে জোড় আর ২৩ হচ্ছে বিজোড়। ফলে ভোটের তারিখ জানতে জোড়-বেজোড় সংখ্যাবাচক শব্দটি এখন রাজনৈতিক অঙ্গনসহ নির্বাচন কমিশনেও গত তিন/চারদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এদিকে, গণমাধ্যমকর্মীরা ভোটের সঠিক তথ্যটি জানতে ইসির দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে কৌশল অবলম্বন করছেন। কর্মকর্তাদের কাছে সরাসরি ভোটের তারিখ জিজ্ঞাসা না করে জোড় না বেজোড়, সেই প্রশ্ন করা হচ্ছে। ইসিতে দায়িত্বপালনকারী সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও একই পদ্ধতি গ্রহণ করছেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট