X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রবিবারের মধ্যে তথ্য না দিলে শরিক দলের প্রতীকে ভোট নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৫৭

 

নির্বাচন কমিশন জোটবদ্ধ  দলগুলো তাদের শরিক দলের প্রতীকে ভোট করতে চাইলে তফসিল ঘোষণার তিনদিনের মধ্যে তথ্য দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘রবিবার (১১ নভেম্বর) এই তথ্য জানানোর শেষ সময়। এই সময়ের মধ্যে জানাতে না পারলে আইনের ব্যত্যয় ঘটবে। তাহলে কোনও শরিক দল জোটের প্রতীকে ভোট করতে পারবে না। নিজ নিজ প্রতীকে অংশ নিতে হবে।’ শনিবার (১০ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

আওয়ামী লীগের সময় চাওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, ‘তারা তো এখনও আমাদের কাছে দরখাস্ত করেনি। কমিশনের অগাধ ক্ষমতা রয়েছে। তাদের বিবেচনা করার সুযোগ থাকলে তা করবে কিনা, তাদের সিদ্ধান্তের বিষয়। তারা যদি মনে করে, আইনে কাভার করে না, তাহলে করবে না।’

কমিশন ইভিএম মেলায় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে না বলে উল্লেখ করলেও পরিবর্তিত পরিস্থিতিতে দলগুলোকে মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘আগামী ১২ নভেম্বর কেন্দ্রীয় ইভিএম মেলা অনুষ্ঠিত হবে। ওই মেলায় আমরা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করেছি। কোনও দল যদি ইভিএম ব্যবহার দেখতে চায়, বিষয়টি জানতে চায়, তাহলে এ বিষয়ে তাদের জানাতে প্রস্তুত আছি। কেউ তাদের কারিগরি টিম পাঠালে তাদের কাছেও ইভিএমের সব বিষয় তুলে ধরবো।’

তফসিল পেছানোর সম্ভবনা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে  হেলালুদ্দিন আহমেদ বলেন, ‘এখনপর্যন্ত নির্বাচনের তারিখ পেছানোর কোনও পরিকল্পনা নেই। তবে, সব দল যদি এক হয়, তাহলে পরিবর্তন হবে কিনা, তা কমিশন সিদ্ধান্ত নেবে।’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আচরণবিধি কেউ যেন লঙ্ঘন না  করে,  প্রধান নির্বাচন কমিশনার সেই বিষয়ে আইজিপিকে নির্দেশনা দিয়েছেন, যেন কোনও সহিংসতার ঘটনা না ঘটে।’এ সময় নির্বাচনি আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের আহ্বান জানান ইসি সচিব।

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী