X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরে সংঘর্ষে পথচারী নিহত: ২ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ২২:২৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৫৫

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

মোহাম্মদপুরে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে দায়ীদের পরিচয় জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

প্রসঙ্গত, শনিবার সকালে জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানের দুই গ্রুপ মনোনয়নপত্র নিতে যাওয়ার সময় নবোদয় হাউজিংয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পথচারী নিহত হন।

তফসিল পেছানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তফসিল পেছাবে কিনা, তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। তবে আওয়ামী লীগ মনে করে এই তফসিল যথাযথ। তাই যথাসময়ে নির্বাচন চায় আওয়ামী লীগ।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উচিত জবাব দেওয়া হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘তফসিল ঘোষণা করার পর তারা যদি কোনও কর্মসূচি নেয়, এটা আচরণবিধি লঙ্ঘন আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।’

সব দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনও আশঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আশা করি সব দলই এই নির্বাচনে অংশ নেবে। অংশ না নেওয়ার কোনও আশঙ্কা নেই।’

জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘শেষ মুহূর্তে তারা দরকষাকষি করে দেখছে কিছু পাওয়া যায় কিনা। মূলত কিছু পাওয়ার জন্য তারা দরকষাকষি করছে। শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য একটি গ্রহণযোগ্য তফসিল ঘোষণা করা হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ