X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শুরু হয়েছে ইভিএম প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৪:৪৬আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৭:৪৩




বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠান (ছবি- সাজ্জাদ হোসেন) রাজধানীতে শুরু হয়েছে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রদর্শনী। সোমবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা দুই দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি ইভিএম প্রদর্শনীতে এসে এর খুঁটিনাটি বিষয়ে সবাইকে জানা-বোঝা ও পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘ছবিযুক্ত ভোটার তালিকা চালু হওয়ার পর থেকে নির্বাচনে জাল ভোট কমেছে। ইভিএম চালু হলে ব্যালট ছিনতাই ও জোর করে ভোট দেওয়ার প্রবণতা বন্ধ হবে।’


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে বিষয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনে আমরা সীমিত আকারে ইভিএম ব্যবহার করবো। যে এলাকায় ইভিএম ব্যবহার করা হবে সে এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হবে।’
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের ইভিএম পদ্ধতিতে যাওয়া ছাড়া বিকল্প নেই। তবে ইভিএম ব্যবহারে সকলের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। জানি ভোটাররা এই যন্ত্র নিয়ে আপত্তি করবে না। তবে যারা স্টেক হোল্ডার (রাজনৈতিক দল) আছে তাদেরকে বোঝাতে হবে। প্রয়োজনে তাদের সঙ্গে বসে ইভিএম’র বিষয়ে বোঝাতে হবে।’
নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ইসি’র অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, এনআইডি অনুবিভাগের ডিজি সাইদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিইসি মেলার স্টল পরিদর্শন করেন এবং ইভিএম পদ্ধতিতে ভোটদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। আগামীকাল পর্যন্ত মেলা চলবে।

/ইএইচএস/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট