X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ ৪৩০ কোটি টাকা

এমরান হোসাইন শেখ
১৫ নভেম্বর ২০১৮, ২৩:০২আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৩৫

সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ ৪৩০ কোটি টাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে  ৪৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এটি নির্বাচনের বরাদ্দের প্রায় ৬৫ শতাংশ। আইনশৃঙ্খলা খাতের বরাদ্দের মধ্যে সেনাবাহিনী নিয়োগের ব্যয়ের খাতও রয়েছে। এবারের সংসদ নির্বাচনে মোট বরাদ্দ রয়েছে ৭৩২ কোটি টাকা। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা খাতে বরাদ্দের  ৪৩০ কোটির টাকার মধ্যে সেনাবাহিনীর জন্য ৪৫ কোটি, আনসার সদস্যদের জন্য ১৯০ কোটি, পুলিশের জন্য ১৬৫ কোটি এবং র‌্যাব ও বিজিবির জন্য ৩০ কোটি টাকা রয়েছে। এরআগে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ২০০ কোটি টাকার কম।

ইসির কর্মকর্তারা জানান, নির্বাচনে ব্যয় হয় মূলত দু’টি খাতে। একটি হচ্ছে—নির্বাচন পরিচালনা ও অন্যটি আইনশৃঙ্খলা রক্ষা খাত। বরাবরই আইনশৃঙ্খলা রক্ষাখাতে ব্যয় বেশি হয়। এবারের নির্বাচনেও তাই হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ছয় লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন বলেও তারা জানান।

ইসি কর্মকর্তানা জানান, নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেয়নি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই কমিশন সব বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করবে। ওই বৈঠকের পর মূলত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হবে।

ইসির আরেক কর্মকর্তা জানান, নির্বাচনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। তবে প্রকৃত কত টাকা ব্যয় হবে, তা নির্ধারিত হবে নির্বাচনের পর। ওই কর্মকর্তা জানান, সাধারণত ভোটের পর বিভিন্ন বাহিনী তাদের মোতায়েন করা সদস্য সংখ্যা ও ব্যয়িত খরচ দিয়ে থাকেন, যা ইসিকে পরিশোধ করতে হয়।

সরকারের সূত্রে জানা গেছে, ইসির বরাদ্দ ছাড়াও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর জন্য নিজ নিজ মন্ত্রণালয় থেকে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর জন্য আগাম বরাদ্দ রাখা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনও প্রক্রিয়ায় ভোটের মাঠে নিয়োগ করা হবে, কমিশন এখনও সেই সিদ্ধান্ত নেয়নি। তবে, ভোটের কয়েকদিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হেলালুদ্দীন আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল  হুদা জানিয়েছেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনা মোতায়েন করা হবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। বাছাই চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। এর পরদিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি