X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মি টু’র মূল বক্তব্য সঠিকভাবে তুলে ধরতে হবে: ফাহমিদুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৯:১৮আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:২১




ফাহমিদুল হক ‘মি টু’ আন্দোলনকে সঠিকভাবে উপস্থাপনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। তিনি বলেন, ‘বিষয়টি সবার সামনে এমনভাবে তুলে ধরতে হবে যাতে অপব্যাখ্যা তৈরির সুযোগ কমে আসে। মি টুকে অনেক কিছুর সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। এটা একটি ভিন্ন আন্দোলন, কিংবা এটি একটি মুভমেন্টের মতো। এই আন্দোলনকে নতুনভাবে, নতুন দৃষ্টিতে দেখতে হবে।’

মঙ্গলবার (২০ নভেম্বর) বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন ‘প্রসঙ্গ মি টু’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে বিকাল সাড়ে ৪টায় বৈঠকি শুরু হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে বৈঠকির লাইভ সম্প্রচার হয়।

ফাহমিদুল হক বলেন, ‘বর্তমানে আন্দোলনটির বিরুদ্ধে হুমকি আসছে। এর হুমকির বিরুদ্ধে সচেতন থাকতে হবে, প্রতিবাদ জানাতে হবে। কারণ যিনি মুখ খুলেছেন তিনি অনেক ঝুঁকি নিয়েই তা করেছেন। তার একার দায়িত্ব না, তার আশা ছিল অন্যের সমর্থন পাবার। তাই যারা বিষয়টি বোঝেন, তাদের ওই ভিক্টিমকে সাপোর্ট দিতে হবে।’

তিনি আন্দোলনের অর্জন বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বলাবলি শেষ কথা নাকি অর্জন আছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। যেমন গতবছর যখন যুক্তরাষ্ট্রে আন্দোলন শুরু হয়েছে তাদের কিছু অর্জন আছে। তখন ব্যাপক আন্দোলন হয়েছিল। আমেরিকান কংগ্রেসে ‘মি টু’ নামে একটি বিলও উত্থাপন করা হয়। কর্মস্থানে যৌন হয়রানি বিষয়ক যেই নীতিমালা সেটাও পুনর্বিবেচনা করা শুরু হয়েছে। মুভমেন্টটা যতবেশি বেগবান হবে ততবেশি আওয়াজ তোলা শুরু হবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, মনোরোগ বিশেষজ্ঞ তাজুল ইসলাম, উই ক্যান-এর নির্বাহী সমন্বয়ক জিনাত আরা হক এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ