X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘মি টু’ হচ্ছে মুখোশ খুলে দেওয়া: উদিসা ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২০:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:২৬




উদিসা ইসলাম ‘মি টু’র কল্যাণে প্রগতিশীল মুখোশধারীদের আসল ‍চরিত্র সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। তিনি বলেন, ‘মি টু হচ্ছে মুখোশ খুলে দেওয়া। একজন হয়তো আমার কাছে ভালো। কিন্তু সেই মানুষটিই অন্য জায়গায় আরেকভাবে পরিচিত। তাই, মি টু’র কারণে সেই মানুষটির মুখোশটা সামনে চলে আসছে।’

মঙ্গলবার (২০ নভেম্বর) বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন ‘প্রসঙ্গ মি টু’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে বিকাল সাড়ে ৪টায় বৈঠকি শুরু হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে বৈঠকির লাইভ সম্প্রচার হয়।

উদিসা ইসলাম বলেন, ‘মি টু’র বাংলা অর্থ আমিও। যৌন হয়রানির শিকার একজনের সাক্ষাৎকার নিতে গিয়ে, যিনি নিচ্ছিলেন তিনিও ভাবছিলেন এমন ঘটনা তার সঙ্গেও হয়েছে নানা সময়ে। তখন তিনি সিদ্ধান্ত নেন এমন ধরনের একটি ক্যাম্পেইন তিনি শুরু করবেন, যা তার সঙ্গেও ঘটেছে। সেখান থেকে এটি এখন বাংলাদেশে এসেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মি টু আন্দোলন বেগবান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যৌন হয়রানির বিরুদ্ধে বলা এক জিনিস আর লিখে প্রকাশ করা আরেক জিনিস। সাহসের সেই জায়গা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিপীড়নের শিকার নারীরা বলছেন নিজেদের সঙ্গে ঘটা অপরাধের কথা।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, মনোরোগ বিশেষজ্ঞ তাজুল ইসলাম, উই ক্যান-এর নির্বাহী সমন্বয়ক জিনাত আরা হক।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা