X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক: ইসিকে সহায়তা দিতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:০০

 

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক: ইসিকে সহায়তা দিতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয় একাদশ জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন (ইসি)কে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রসঙ্গে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতির বিষয় ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছি। তাদের চাহিদা অনুযায়ী আমরা কাজ করবো।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পর্যবেক্ষক গাইডলাইন অনুযায়ী বিদেশি পর্যাবেক্ষকরা ইমেইল বা ফ্যাক্সের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারবেন। এছাড়া ঢাকাভিত্তিক কূটনীতিকরা ইমেইল, ফ্যাক্স বা সরাসরি তাদের আবেদন জমা দিতে পারবেন।

পর্যবেক্ষকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। এর মেয়াদ হবে তিন সপ্তাহ থেকে আট সপ্তাহ।

এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়েল একজন কর্মকর্তা বলেন, পর্যবেক্ষকরা কীভাবে অংশ নিতে পারবেন, সম্প্রতি সে বিষয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। ইতোমধ্যে কমনওয়েলথ, সার্ক ও কয়েকটি পশ্চিমা দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলেও এই কর্মর্কতা জানান।

আরেকজন কর্মকর্তা বলেন, ঢাকার কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা ‘পর্যবেক্ষক মনিটরিং সেল’ গঠন করবো, যেন পর্যবেক্ষকরা ঠিকমতো কাজ করতে পারেন।

প্রসঙ্গত, ‘পর্যবেক্ষক মনিটরিং সেল’  ২০০৭, ২০০৮ ও ২০১৪ সালে গঠন করা হয়েছিল কিন্তু ২০০৭ সালে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি।

২০০৮ সালের নির্বাচনে ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে এই তাদের সংখ্যা ছিল খুবই কম।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা