X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‌‘মি টু’ আন্দোলনে নিপীড়নকারী পুরুষদের নাম বেরিয়ে আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২২:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৪৩

 

বাংলা ট্রিবিউন বৈঠকিতে উপস্থিত অতিথিরা ‘মি টু’ আন্দোলনের মাধ্যমে যৌন নিপীড়নকারী পুরুষদের নাম বেরিয়ে আসছে। এতে করে পুুরুষরা নারীর প্রতি আচরণে আরও সচেতন এবং সংযত হবেন বলে মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নেওয়া অতিথিরা। ‘প্রসঙ্গ মি টু’ শীর্ষক বৈঠকিতে অংশ নেওয়া অতিথিদের মতে, ‘মি টু’ আন্দোলনের কারণে নারীরা সাহসী হয়ে নিপীড়কদের নাম বলতে পারছেন। এই বিষয়টি অন্য নারীদেরও নিপীড়কদের নাম প্রকাশে উৎসাহিত করছে। তবে আন্দোলনকে ‘উই টু’ আন্দোলনে পরিণত করে প্রান্তিক নারীদের নিপীড়নের কথাও তুলে আনার বিষয়ে গুরুত্বারোপ করেছেন আলোচকরা।

মঙ্গলবার (২০ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বৈঠকিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, একই বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, মনোরোগ বিশেষজ্ঞ তাজুল ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, উই ক্যান-এর নির্বাহী সমন্বয়ক জিনাত আরা হক এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

ফাহমিদুল হক মি টু আন্দোলনকে সঠিকভাবে উপস্থাপনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। তিনি বলেন, ‘বিষয়টি সবার সামনে এমনভাবে তুলে ধরতে হবে যাতে অপব্যাখ্যা তৈরির সুযোগ কমে আসে। মি টুকে অনেক কিছুর সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। এটা একটি ভিন্ন আন্দোলন, কিংবা এটি একটি মুভমেন্টের মতো। এই আন্দোলনকে নতুনভাবে, নতুন দৃষ্টিতে দেখতে হবে।’

ফাহমিদুল হক বলেন, ‘বর্তমানে আন্দোলনটির বিরুদ্ধে হুমকি আসছে। এর হুমকির বিরুদ্ধে সচেতন থাকতে হবে, প্রতিবাদ জানাতে হবে। কারণ যিনি মুখ খুলেছেন তিনি অনেক ঝুঁকি নিয়েই তা করেছেন। তার একার দায়িত্ব না, তার আশা ছিল অন্যের সমর্থন পাবার। তাই যারা বিষয়টি বোঝেন, তাদের ওই ভিক্টিমকে সাপোর্ট দিতে হবে।’

তিনি আন্দোলনের অর্জন বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বলাবলি শেষ কথা নাকি অর্জন আছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। যেমন গতবছর যখন যুক্তরাষ্ট্রে আন্দোলন শুরু হয়েছে তাদের কিছু অর্জন আছে। তখন ব্যাপক আন্দোলন হয়েছিল। আমেরিকান কংগ্রেসে ‘মি টু’ নামে একটি বিলও উত্থাপন করা হয়। কর্মস্থানে যৌন হয়রানি বিষয়ক যেই নীতিমালা সেটাও পুনর্বিবেচনা করা শুরু হয়েছে। মুভমেন্টটা যতবেশি বেগবান হবে ততবেশি আওয়াজ তোলা শুরু হবে।’

কাবেরী গায়েন বৈঠকিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন বলেন, ‘আগেও নারী অধিকার ও নারী নির্যাতন নিয়ে অনেক আন্দোলন হয়েছে। তবে কারও নাম বেরিয়ে আসেনি। এবারের মি টু আন্দোলনের সঙ্গে অন্য আন্দোলনের মৌলিক পার্থক্য এখানেই। এবারের মি টু আন্দোলনে নিপীড়কদের নাম বলে দেওয়া হচ্ছে। এই যে নাম বলে দেওয়া, এটা আমরা নানা সময় বলতে পারি না। এই বিষয়টিই মি টু আন্দোলনের প্রধান ফিচার।’

তিনি আরও বলেন, ‘যিনি নিজের সঙ্গে হওয়া যৌন নিপীড়নের কথা বলছেন তিনি কিন্তু অনেক ঝুঁকি নিয়ে এসব তথ্য প্রকাশ করছেন। কারণ এসব বিষয় প্রকাশে অনেক প্রমাণ ও সোশ্যাল স্টিগমার বিষয় আছে। মূলকথা, সারা বিশ্বে নারীবাদী আন্দোলন দীর্ঘদিন ধরে যেই শক্তি সঞ্চয় করছে তার বহিঃপ্রকাশ এই মি টু আন্দোলন।’

তার মতে, পশ্চিমা বিশ্বের সঙ্গে আমাদের এখানকার মি টু আন্দোলনের পার্থক্য পরিষ্কার। পার্থক্যটা হলো পশ্চিমা বিশ্বে যখন আন্দোলন হয়েছে, গণমাধ্যম সেটাকে গ্রহণ করছে এবং একটা বড় ক্যাম্পেইনিংয়ে নিয়ে গেছে। ফলে গণমাধ্যমের কারণে আন্দোলন ছড়িয়ে পড়েছে। যার কারণে একজন দাঁড়িয়ে নিজের কথা বলার সঙ্গে সঙ্গে আরও ১৮ জন দাঁড়িয়ে বললো আমিও আমিও। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন পশ্চিমা ‘ইনডিভিউজুয়ালিস্টিক সোসাইটি’র কথা। তারা নিজেরা নিজেদের মত প্রকাশে কোনও কুণ্ঠাবোধ করে না। তবে আমাদের ‘কানেক্টিভ সোসাইটি’র কারণে একজন নারী কোনও বিষয় বলার আগে ভাবেন তার মা-বাবা কী ভাববে, ভাই-বোন-বন্ধু ও সমাজের অন্যরা কী ভাববে। সমাজের মধ্যে সম্পর্কের এই যে জাল, সেখানে গণমাধ্যমকে এগিয়ে এসে কাজ করতে হবে। একজন নারী কোনও তথ্য প্রকাশ করলে তাকে সমর্থন করতে হবে।

তাজুল ইসলাম মনোরোগ বিশেষজ্ঞ তাজুল হক বলেন, ‘আমাদের কাছে যখন রোগী হিসেবে কেউ আসে, তার চিকিৎসার জন্য আমাদের ইতিহাস জানতে হয়। আমরা জানি নারীদের সঙ্গে নিপীড়নের ঘটনা অনেক অল্প বয়স থেকেই শুরু হয়। মি টু আন্দোলন হয়তো এখন প্রকাশ হয়েছে, কিন্তু পেশাজীবী হিসেবে এই অভিজ্ঞতার সঙ্গে অনেক আগে থেকে আমরা পরিচিত।’

তাজুল ইসলামের মতে, ‌‘বাংলাদেশের ৮০ থেকে ৯০ শতাংশ নারীর নিপীড়নের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তারা সবাই কিন্তু মি টু আন্দোলনে আসবে না। কারণ আমরা ক্ষত ভুলে যাই, আঘাত ভুলে যাই। না হলে মানুষ এগোতে পারতো না। এটা ভুলে যাওয়ার কারণে সেগুলিকে আর এভাবে নিয়ে আসে না।’

নাসিমুন আরা হক মিনু নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, ‘আমাদের সমাজকে আমরা একটি সুস্থ সমাজে পরিণত করতে চাই, সেখানে তো শুধু নারীরা চেষ্টা করলে হবে না। আমার মনে হয় এটা সবার আন্দোলন। আর এটা থেকে বড় অর্জন হলো আমরা বিষয়টি নিয়ে কথা বলতে পারছি। বলার সাহস সঞ্চয় করছি। আর এতে অনেক মুখোশ খুলে পড়ছে। এটাই লাভ।’

জিনাত আরা হক উই ক্যান-এর নির্বাহী সমন্বয়ক জিনাত আরা হক মনে করেন, এই আন্দোলনের ফলে পুরুষরা নারীর প্রতি আচরণে সংযত হবে। তিনি বলেন, ‘আমাদের মনস্তত্ত্ব , আমাদের আচরণের এমন পিতৃতন্ত্র ঢুকে গেছে যে আমরা বুঝি না নারী হিসেবে তাকে কতখানি মর্যাদা দিতে হবে।’

তিনি বলেন, ‘মি টু’র ক্ষেত্রে একটা বিষয় ভালো হয়েছে, যেমন এখন নারীরা মুখ খুলছে। নারী যে হয়রানির শিকার হচ্ছে এই বুঝটা তো পুরুষের মধ্যে তৈরি হয়নি। আমার মনে হয় এটা একটা বিরাট অর্জন হবে, যখন আমরা বলা শুরু করেছি তখন পুরুষরা তাদের আচরণে সংযত হবে।’

উদিসা ইসলাম বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম বলেন, ‘এই মুহূর্তে যারা নির্যাতনের শিকার হয়ে মুখ খুলেছেন তাদের জন্য দুটি বিষয় করা জরুরি। প্রথমত নিপীড়নের তথ্য প্রকাশ করে ভিক্টিমরা যে হুমকির মধ্যে রয়েছেন সে প্রেক্ষিতে তাদের পাশে থাকার বোধ তৈরি করতে হবে। দ্বিতীয়ত নিপীড়নের শিকার নারীদের মধ্যে শুধু বোধ তৈরি না, বরং প্রত্যক্ষভাবেও তাদের পাশে থাকতে হবে। কারণ এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে অনেকেই পাশে থাকার কথা বলেও থাকেনি।’

মুন্নী সাহা মুন্নী সাহার সঞ্চালনায় মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে বিকাল সাড়ে ৪টায় বৈঠকি শুরু হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে বৈঠকির লাইভ সম্প্রচার হয়।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!