X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভোটের আগে নতুন ওয়াজ মাহফিল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ০০:৪৯আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৫৮

ওয়াজ মাহফিল (পুরনো ছবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি-নিষেধ রাখার কথা বলেছে ইসি। বিশেষ প্রয়োজনে  রিটার্নিং কর্মকর্তার লিখিত অনুমতি সাপেক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে বলা হয়েছে। এসব নির্দেশনা দিয়ে মঙ্গলবার (২০ নভেম্বর) সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে- আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই সময় পর্যন্ত ওয়াজ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি না দেয়ার জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। ইতোমধ্যে যেসব ধর্মীয় সভা বা ওয়াজ তারিখ নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে আয়োজনের একান্তই প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে আয়োজন করতে হবে। এসব অনুষ্ঠানে কোনো প্রার্থী,  রাজনৈতিক দলের সদস্য বা অন্য কেউ নির্বাচনি প্রচার বা কারও পক্ষে বক্তব্য রাখতে পারবে না। চিঠিতে আরও বলা হয়েছে, এসব ধর্মীয় অনুষ্ঠান বা ওয়াজ-মাহফিলে রিটানিং কর্মকর্তা নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে হবে।

প্রসঙ্গত, শীত মওসুমে দেশের বিভিন্ন স্থানে ধর্ম সংক্রান্ত আলোচনার অনুষ্ঠান ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচন সামনে রেখে কমিশনের কাছে এসব অনুষ্ঠানের বিষয়ে করণীয় জানতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক সভায় এ প্রসঙ্গে জানতে চাওয়ার সপ্তাহ খানেকের মাথায় আদেশ গেল।

/ইএইচএস/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ