X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেড় ডজন এজেন্ডা নিয়ে পুলিশের সঙ্গে ইসির বৈঠক কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ২০:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২০:৪৪


দেড় ডজন এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত থাকার জন্য পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, মেট্রাপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপারদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, এতে ১৮টি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এগুলো হলো—অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা, নারী ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নির্বিঘ্ন করা, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ, নির্বাচনি সামগ্রী পরিবহন, সংরক্ষণ ও বিতরণে নিরাপত্তা, লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ, রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা, মাঠ পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট সব দফতরের নিরাপত্তা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের বাসভবনে নিরাপত্তা, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালনে পুলিশ ফোর্স নিশ্চিতকরণ, নির্বাচন-পূর্ব শান্তিপুর্ণ পরিবেশ সৃষ্টিতে করণীয় স্থির করা, নির্বাচনি আইন ও বিধি সুষ্ঠুভাবে প্রতিপালনে পরিবেশ সুগম করা, নির্বাচন-পূর্ব শান্তিশৃঙ্খলা বিষয়ক পদক্ষেপ গ্রহণ, নির্বাচনের দিন ভোট কেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কর্মপরিকল্পনা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কর্মকাণ্ডে সমন্বয় সাধন ও সুসংহতকরণ।

বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সভা থেকে নির্বাচনের আগে-পরে ও ভোটের দিনের পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। বিশেষ সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

কমিশন সূত্রে জানা গেছে, সাধারণত প্রতীক বরাদ্দের পর ইসি আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করে। এবারও ওই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেবল পুলিশের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে এই বৈঠক হলেও প্রতীক বরাদ্দের পর আরেকটি আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পুলিশ ছাড়াও, সেনাবাহিনী, বর্ডারগার্ড, র‌্যাব, কোস্টগার্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যায়। আশঙ্কাজনক হারে বাড়ে বৈধ অস্ত্রের ব্যবহারও। এমনকি কিছু গোষ্ঠী বা আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসীর তৎপরতা বেড়ে যায়। এমন সব শঙ্কা থেকে পুলিশের সঙ্গে এই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া