X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এবার ৫ জানুয়ারির মতো পরিস্থিতির আশঙ্কা নেই: এমাজউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৩

IMG_20181212_163828-01নির্বাচনে অংশগ্রহণ ও আন্দোলনকে সমার্থক বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘এই নির্বাচন আন্দোলনও বটে। আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করতে হয়, নির্বাচনেও সেভাবে অংশগ্রহণ করা দরকার। ৩০ ডিসেম্বর  নির্বাচন হবে। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো অবস্থার কোনও আশঙ্কা নেই।’ বুধবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘শত নাগরিক’ আয়োজিত 'সংবাদপত্রে দেশ: এক দশকের মানচিত্র প্রদর্শনী ও সেমিনার' শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

এমাজউদ্দীন আহমদে বলেন, ‘২০১৮ সালের পর আমরা বাংলাদেশের ভিন্নতা লক্ষ করবো। ৩০ ডিসেম্বরের পর আমাদের সামনে অন্য একটা চিত্র আসবে। তবে, এই দেশের নাগরিকদের উচিত একটা প্রতিবাদ করা। আর প্রতিবাদ যদি ব্যর্থ হয়, তার জন্য আরও সুচিন্তিতভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।’

বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘রাষ্ট্র, সরকার ও দল—কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় স্বতন্ত্র। প্রত্যেকটি স্বতন্ত্র রাষ্ট্র, সরকার থেকে আলাদা। সরকার, দল থেকে ভিন্ন। এই সরকার প্রথম থেকে এই ভিন্নতা রাষ্ট্র, সরকার ও দলের স্বাতন্ত্র্য পুরোপুরি মুছে দিয়ে একাকার করেছে।’

ঢাবির সাবেক এই ভিসি বলেন, ‘আমি বহু দিনের শিক্ষক। আমার অনেক ছাত্র পুলিশ বিভাগের ঊর্ধ্বতন হিসেবে আছেন। এই বক্তব্য হয়তো তাদের কানে পৌঁছাবে। তাদের জন্য এই কথাটুকু এখান থেকে উচ্চারণ করতে চাচ্ছি, সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে বিধ্বস্ত করার জন্য যে পরিকল্পনা করেছিল, তোমরা সরকারের এই ভুল পদক্ষেপের শিকার হইও না। জাতি তোমাদের মনে না রাখলেও সাধারণ মানুষের যেন তোমাদের দ্বারা উপকার হয়।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহিদুল্লাহ, আব্দুল লতিফ মাসুম  প্রমুখ।

 

 

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে