X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে নেমেছে ঐক্যফ্রন্ট: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮

শেখ হাসিনা (ফাইল ফটো) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঐক্যফ্রন্ট যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে নেমেছে। তাদের আদর্শহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে।’ ঐক্যফ্রন্ট নেতারা দিকভ্রষ্ট ও আদর্শহীন উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের উদ্ধার করতে নেমেছেন ঐক্যফ্রন্ট নেতারা। আগামী নির্বাচনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট এবং দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের বয়কট করার আহ্বান জানান তিনি। রাজধানীর আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সোমবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশ যে ইতিহাস, যে চেতনা নিয়ে স্বাধীন হয়েছে, সেই চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাচ্ছে। আজ দেশের সত্যিকারের পরিবর্তন হয়েছে৷ দেশের সব ক্ষেত্রেই আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে৷ মানুষের যে সত্যিকারের উন্নয়ন, তা তো আওয়ামী লীগই এনে দিয়েছেন। আমাদের লক্ষ্যই হলো- দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে নির্বাচনে নৌকায় ভোট চান তিনি।
ঐক্যফ্রন্টের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, তাদের নির্বাচনি ইশতেহারে দেখলাম ঘোষণা করেছে, দশ বছরের স্বেচ্ছাচারিতাকে নাকি পরিবর্তন করবে? স্বেচ্ছাচারির কী দেখতে পেল তারা? তাহলে পরিবর্তন কী? জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি, মানি লন্ডারিং, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আবার সন্ত্রাস, আবার সেই ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করা, আবার নির্বাচনের নামে প্রহসন আর দেশের সমস্ত উন্নয়ন ধ্বংস করে দিয়ে দেশকে সম্পূর্ণভাবে অন্ধকার যুগে নিয়ে যাওয়া? দেশের উন্নয়ন করেছি, সেটা স্বেচ্ছাচারিতা কোথায় হলো? ওনারা নাকি পরিবর্তন করে ফেলবেন?
সরকারপ্রধান বলেন, ‘আমাদের বিজয় দিবস এমন একটা সময়ে উদযাপন করছি যে, মানুষ আজকে স্বাধীনভাবে, মন খুলে এই বিজয়ের উল্লাস করতে পারছে। একটা সময় ছিল বিজয় দিবস উদযাপন করাই যেত না। ইতিহাস বলা যেত না। বিকৃত ইতিহাস বলতে হতো।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশের জনগণের ওপর আমার আস্থা আছে। বিশ্বাস আছে। বাংলাদেশের জনগণ কখনও ভুল করে না। তাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার আর কখনও কেউ কেড়ে নিতে পারবে না।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া