X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সৈয়দ আশরাফের হয়ে আপনারা সবাই কাজ করবেন’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

‘সৈয়দ আশরাফের হয়ে আপনারা সবাই কাজ করবেন’

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সৈয়দ আশরাফ যেহেতু নির্বাচনের মাঠে উপস্থিত নেই। তাই সৈয়দ আশরাফের হয়ে আপনারা সবাই কাজ করবেন।’ প্রসঙ্গত, অসুস্থতার কারণে সৈয়দ আশরাফুল ইসলাম সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে রাজধানীতে ধানমন্ডির সুধাসদন থেকে বান্দরবান, নড়াইল ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সরাসরি ভিডিও কনফারেন্স এসব কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কিশোরগঞ্জের সঙ্গে ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘কিশোরগঞ্জের মানুষ সবসময় নৌকার পাশে থেকেছে। এবারও সবাই নৌকায় ভোট দেবে বলে আশা করি। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, ঐতিহ্য ধরে রাখবেন।’

এসময় সৈয়দ আশরাফুল ইসলামের আসনে নেতাকর্মীদের আন্তরিকতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ আশরাফ অনেক দিন দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক-এগারোর সময় দলের জন্য কাজ করেছেন। তার অবদান অনেক। সে আজ অসুস্থ। তার জন্য নির্বাচনটাকে নিজের মনে করে আপনারা সবাই কাজ করবেন। সে যেসো সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে সেজন্য দোয়া করবেন।’ এর আগে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত দশ বছরের উন্নয়নের কিছু ভিডিওচিত্র দেখানো হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ভিডিও কনফারেন্স উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে দুপুর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে জড়ো হতে থাকে। বিকাল সাড়ে চারটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভা শুরু হয়। প্রথমেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফের ভাই ড. সৈয়দ শরীফুল ইসলামের বক্তব্য শুনতে চান। পরে একে একে কিশোরগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৩ আসনের মহাজোট প্রার্থী মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এমএ আফজল, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, আতাউর রহমান ও শরীফ সাদীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সবার কথা শোনার পর শেখ হাসিনা বলেন, ‘কিশোরগঞ্জ ভাগ্যবান জেলা। এ জেলা তিন জন রাষ্ট্রপতি পেয়েছে। বর্তমান রাষ্ট্রপতিও কিশোরগঞ্জ জেলার। একটি মেডিক্যাল কলেজসহ বহু উন্নয়ন হয়েছে এখানে। হাওর উন্নয়নেও নেওয়া হয়েছে যুগান্তকারী পদক্ষেপ। কাজেই এসব উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা