X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনি সহিংসতা মানুষের ওপর প্রভাব ফেলছে: সাঈদ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৭:১৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৮

আইআইডি-এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদ

নির্বাচনি সহিংসতা মানুষের ওপর প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন ইন্সটিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) নির্বাহী প্রধান সাঈদ আহমেদ। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নির্বাচনি সহিংসতা’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন। বৈঠকির সহযোগিতায় রয়েছে ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)। 

সাঈদ আহমেদ বলেন, ‘আমরা তফসিল পূর্ব, প্রাক নির্বাচনি ও নির্বাচন পরবর্তী এই তিনটি ধাপেই মোট ৯টি আসনের নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে গবেষণা করছি। প্রথম ধাপে বের হয়ে এসেছে, প্রতি ৬ জনের মধ্যে ৫ জন নারী পরিবারের দ্বারা ভোটের মাধ্যমে মত প্রকাশে বাধাপ্রাপ্ত হচ্ছেন। পরিবারে বাবা-চাচা বলে দিচ্ছেন, নারীরা কাকে ভোট দেবেন। এছাড়াও, সহিংসতার সংজ্ঞা নিয়ে মতভেদ লক্ষ্য করা যায়। অধিকাংশের মতে, সহিংসতা শুধু শারীরিক নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ, মানসিক নির্যাতনকে সহিংসতা হিসেবে ধরা হচ্ছে না। এমনকি রাজনৈতিক সংঘাতে নারীর প্রতি প্রতিহিংসামূলক আক্রমণকেও কম গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

সাঈদ আহমেদ বলেন, ‘আমরা নীলফামারী-৩, গাইবান্ধা-২, সিরাজগঞ্জ-২, গাজীপুর-৫, জামালপুর-২, ফরিদপুর-২, বরিশাল-৫ এবং কক্সবাজার-৩ আসনে জরিপ করেছি আমরা। এই আসনগুলো নির্ধারণের কারণ ছিল। আর তা হলো গত নির্বাচনে বিভিন্ন পত্রিকা এসব আসনে সহিংসতার আশঙ্কার কথা প্রকাশ করেছিল। এর সঙ্গে নারীর প্রতি সহিংসতা কোথায় বেশি হয় –এমন আরেকটি গবেষণা ফলাফলের তথ্য মিলিয়ে ওই তথ্যগুলো পেয়েছি।’

সাঈদ আহমেদ আরও বলেন, ‘নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী প্রার্থীর সঙ্গে আলাপ করে জানতে পারি দল নির্বিশেষে নারী ও পুরুষ প্রাথীর যোগ্যতার বিচারে ভিন্নতা রয়েছে।’
সাঈদ আহমেদ তার গবেষণার তথ্য তুলে ধরে বলেন, ‘প্রাক নির্বাচনি ধাপে জনগণের মাঝে নির্বাচনি নিয়ে শঙ্কা কাজ করছে। তফসিল ঘোষণার পূর্বেই সহিংসতার ঘটনা ঘটায় ও দেশি-বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা সীমিত থাকায় এই মুহূর্তে শান্তি বিরাজ করলেও জনমনে শঙ্কা বিরাজমান।’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি। এতে আরও অংশ নিয়েছেন– আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঐক্যফ্রন্টের নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

 

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়