X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী না হলে আবারও গণহত্যার মুখোমুখি হতে হবে: স্বদেশ রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ০২:০৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:২৫

‘বাঙালি জাতীয়তাবাদের বিজয় দিবস’ শীর্ষক একক বক্তৃতা দিচ্ছেন স্বদেশ রায় আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী না হলে আবারও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো ভয়াবহ জেনোসাইডের (গণহত্যা) মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক স্বদেশ রায়। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলন আয়োজিত ‘বাঙালি জাতীয়তাবাদের বিজয় দিবস’ শীর্ষক একক বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় বলেন, ‘আমার মনে হয়, মঞ্চে এবং সামনে যারা উপস্থিত আছেন আমরা কেউ আর বাঁচতে পারবো না। তার চেয়েও বড় কথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না’।  ১৩ পৃষ্ঠার লিখিত বক্তব্যে স্বদেশ রায় বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট ও জাতীয়তাবাদের বিজয় নিয়ে নানা তথ্য তুলে ধরেন।

সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত স্বদেশ রায় বলেন, ভাষা আন্দোলনে বিজয় ও ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্মের ভেতর দিয়ে পূর্ব বাংলার মানুষের এক ধরনের স্বতন্ত্র যাত্রা শুরু হয়। এই যাত্রার বিপরীতে তৎকালীন মুসলিম লীগ কোনও রাজনৈতিক মোকাবিলা বা সাধারণ মানুষের কাছে যাওয়ার পথ কখনও অবলম্বন করেনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, এই মুহূর্তের রাজনীতিতে বাঙালি জাতীয়তাবাদের বিষয়টি গৌণ হয়ে যাচ্ছে। ধর্মীয় পরিচয়ের বিষয়টি প্রধান হয়ে যাচ্ছে। ধর্মীয় জাতীয়তাবাদের বিষয়টি এখন একেবারেই উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। ধর্মীয় জাতীয়তাবাদের কারণে ১৯৭০ সালে আওয়ামী লীগ প্রায় ৩০ শতাংশ ভোট পায়নি। শেখ হাসিনার পক্ষেও একে একেবারে উপেক্ষা করা সম্ভব হচ্ছে না।

মুনতাসীর মামুন বলেন, ১৯ শতক থেকে ধর্মীয় জাতীয়তাবাদ প্রসারিত হয়ে আসছিলো। বঙ্গবন্ধু সেটাকে উপেক্ষা নয় বরং ভাষাভিত্তিক এবং অন্যান্য সকল উপাদান দিয়ে বাঙালি জাতীয়তাবাদের ধারাটি প্রসারিত করতে চেয়েছিলেন। যদি ’৭৫ –এর অভ্যুত্থান না হতো তাহলে হয়তো আজকে আমাদের এই সংকট দেখা দিতো না।

/এসএস/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা