X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘ঐক্যফ্রন্ট নেতারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:২০

 

দেলোয়ার হোসেন ঐক্যফ্রন্ট নেতারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘লেভেল প্লেইং ফিল্ড’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় সাপ্তাহিক আয়োজন—বাংলা ট্রিবিউন বৈঠকি।
দেলোয়ার হোসেন বলেন, ‘প্রথমে বিরোধী দলের অভিযোগ ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা? সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনে এসেছে। পরবর্তীতে অভিযোগ করা হচ্ছে আমরা সুযোগ পাচ্ছি না। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে যখন সেনাবাহিনী মোতায়েন করবে। সেনা মোতায়েন কিন্তু করা হয়েছে। অভিযোগের পর অভিযোগ, ঐক্যফ্রন্ট নেতারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন। ঘুরে ঘুরে বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ আসছে কিন্তু পাঁচ-সাতজন প্রার্থীর কাছ থেকে। সারা বাংলাদেশের ৩০০ আসনে আরও প্রার্থী আছে। শুধু বলার জন্য বলা হচ্ছে এখানে অভিযোগ, ওখানে অভিযোগ।’
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে বিএনপির পলিসি হচ্ছে অভিযোগ করা। সেক্ষেত্রে তারা পোস্টার লাগানো থেকে বিরত থেকেছে। তারা প্রচার থেকে বিরত থাকছে, তারা সুযোগ কাজে লাগাচ্ছে না, তারা বের হচ্ছেন না। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন করবে কিনা। যখন শেষ পর্যায়ে এসে একটি স্বাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হুমকি দিতে শুনি, বাংলাদেশের মানুষকে হুমকি দিতে শুনি, গণমাধ্যমের কর্মীদের হুমকি দিতে শুনি, সেক্ষেত্রে আমরা ভয় পাই, কোন পরিস্থিতির দিকে তারা দেশটিকে নিতে চায়!’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত