X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ঐক্যফ্রন্ট নেতারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:২০

 

দেলোয়ার হোসেন ঐক্যফ্রন্ট নেতারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘লেভেল প্লেইং ফিল্ড’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় সাপ্তাহিক আয়োজন—বাংলা ট্রিবিউন বৈঠকি।
দেলোয়ার হোসেন বলেন, ‘প্রথমে বিরোধী দলের অভিযোগ ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা? সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনে এসেছে। পরবর্তীতে অভিযোগ করা হচ্ছে আমরা সুযোগ পাচ্ছি না। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে যখন সেনাবাহিনী মোতায়েন করবে। সেনা মোতায়েন কিন্তু করা হয়েছে। অভিযোগের পর অভিযোগ, ঐক্যফ্রন্ট নেতারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা শুধু অভিযোগ করেই যাচ্ছেন। ঘুরে ঘুরে বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ আসছে কিন্তু পাঁচ-সাতজন প্রার্থীর কাছ থেকে। সারা বাংলাদেশের ৩০০ আসনে আরও প্রার্থী আছে। শুধু বলার জন্য বলা হচ্ছে এখানে অভিযোগ, ওখানে অভিযোগ।’
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে বিএনপির পলিসি হচ্ছে অভিযোগ করা। সেক্ষেত্রে তারা পোস্টার লাগানো থেকে বিরত থেকেছে। তারা প্রচার থেকে বিরত থাকছে, তারা সুযোগ কাজে লাগাচ্ছে না, তারা বের হচ্ছেন না। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন করবে কিনা। যখন শেষ পর্যায়ে এসে একটি স্বাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হুমকি দিতে শুনি, বাংলাদেশের মানুষকে হুমকি দিতে শুনি, গণমাধ্যমের কর্মীদের হুমকি দিতে শুনি, সেক্ষেত্রে আমরা ভয় পাই, কোন পরিস্থিতির দিকে তারা দেশটিকে নিতে চায়!’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেটে ২৮২০ পিস ইয়াবা, শাহজালালে এপিবিএনের অভিযানে আটক
পেটে ২৮২০ পিস ইয়াবা, শাহজালালে এপিবিএনের অভিযানে আটক
দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের
দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত