X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘মন্ত্রিসভায় বঞ্চিত এলাকার প্রতিনিধিদের অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১২:৪৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৯

ওবায়দুল কাদের যেসব এলাকায় দীর্ঘদিন মন্ত্রী ছিল না মন্ত্রিসভা গঠনে সে সব এলাকার প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে যেসব এলাকায় মন্ত্রী ছিল না বা বঞ্চিত ছিল সে সব এলাকার প্রতিনিধিদের এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার দিয়েছেন।’ সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ইশতিহার বাস্তবায়নের উপযোগী করেই নবীন ও প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। এতে লক্ষ্য বাস্তাবায়ন সহজ হবে। তবে মন্ত্রিসভা কিছুটা সম্প্রসারণ হতেই পারে। নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা ভালো পারফরম্যান্স না করতে পারলে দায়িত্বে পরিবর্তন আসতেই পারে। পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তারা কতদিন দায়িত্বে থাকবেন।’

তবে নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় নতুন মুখ আসায় অনেকেই ইতোমধ্যে প্রশংসা শুরু করেছেন। এখন জনগণ কীভাবে নতুন মন্ত্রিসভাকে গ্রহণ করে তাই দেখার বিষয়। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল রেখে তারা কাজ করতে পারবেন বলে আশা রাখি। তারা ভালো করবেন।’

মন্ত্রিসভা থেকে সিনিয়র মন্ত্রীদের বাদ পড়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “তারা বাদ পড়েননি। আমরা ‘বাদ পড়া’ শব্দটি বলতে চাই না। শুধু দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। যারা বাদ পড়েছেন কাউকে ব্যর্থ বলা চলে না। তারা অনেকেই সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এখন তারা দলে মনোনিবেশ করবেন। কারণ অনেক সময় সরকারের মধ্যে দল হারিয়ে যায়। তখন দলের অস্তিত্ব থাকে না। দলকে শক্তিশালী করা দরকার। আধুনিক ও স্মার্ট দল থাকলে কাজ করতে সুবিধা। সিনিয়ররা এখন দলকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।”

জাতীয় পার্টি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিরোধী দল বিরোধী ভূমিকা পালন করলেই ভালো। এতে গণতন্ত্রের বিকাশ হয়।’

শরিক দলগুলো থেকে মন্ত্রী নেই কেন এতে জোটের রাজনীতিতে কোনও প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শরিক দলগুলো আমাদের সঙ্গেই আছে, ভবিষ্যেতেও থাকবে। মন্ত্রী না হলেই যে কেউ থাকবে না এমন নয়। পাঁচ বছর অনেক সময়। কখন কে আসবে, কে যাবে তা বলা যায় না। দায়িত্বে পরিবর্তন আসতেই পারে।’

‘অভিজ্ঞ মন্ত্রীদের অনেককেই বাদ দেওয়া হয়েছে এতে সমস্যা হবে কিনা’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের মন্ত্রিসভাতেও অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন। একেবারে নেই বা তাতে সমস্যা হবে এমন ধারণা ঠিক না। আগে দায়িত্ব পালন করা অনেকেই মন্ত্রিসভায় আছেন। কাজেই মন্ত্রিসভায় অভিজ্ঞ লোক আছে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে থাকবে।’

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!