X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আলেমদের সঙ্গে পরামর্শ করেই কাজ করবো: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৭:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:১২





আলেমদের সঙ্গে পরামর্শ করেই কাজ করবো: ধর্ম প্রতিমন্ত্রী গোপালগঞ্জে শামছুল হকের (ছদর হুজুর) মাজার জিয়ারত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার (১২ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলার আলেমদের নিয়ে মাজার জিয়ারত শেষে তিনি বলেন, ‘আলেমদের সঙ্গে পরামর্শ করেই কাজ করবো।’
গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে স্বাগত জানান গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আমি গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র। হযরত ছদর হুজুরের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। তিনি ছিলেন আমার আধ্যাত্মিক গুরু। তার রুহানি দোয়া নিতে আমি তার মাজারে এসেছি। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং আলেমদের দোয়া নিয়ে মন্ত্রণালয়ের কাজ শুরু করতে চাই।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আমি দেশের আলেমদের সঙ্গে পরামর্শ করেই করবো। দেশের শীর্ষ একটি ঐতিহ্যবাহী মাদ্রসারা ছাত্র ছিলাম এবং দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ার কারণে দেশের সর্বস্তরের আলেম, পীর-মাশায়েখ এবং সব ধর্মের গুরুদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। আমি সবার সহযোগিতা নিয়েই এই মন্ত্রণালয় পরিচালনা করবো।’
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রসার সনদসহ যেসব দায়িত্ব দিয়েছিলেন তা আমি আলেমদের নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। সামনের দিনগুলোতেও প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন তা সবাইকে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করবো।’ এ সময় উপস্থিত ছিলেন গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি নুরুল ইসলাম, গওহরডাঙ্গার মাদ্রাসা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা ঝিনাত আলী, গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মুফতি উসামা আমীন, খাদেমুল ইসলাম বাংলাদেশের মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক