X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে সবচেয়ে বেশি ব্যয় আ.লীগ প্রার্থীদের, কম স্বতন্ত্রদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬

টিআইবির সংবাদ সম্মেলন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন নির্ধারিত ব্যয়সীমার থেকে পাঁচগুণ বেশি টাকা ব্যয় করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর সবচেয়ে কম ব্যয় করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর  ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পযালোচনা’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি)  রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
টিআইবির গবেষণা প্রতিবেদনের জন্য সারাদেশে ৩০০টি আসনের মধ্যে ৫০টি আসন নির্ধারণ করে গবেষণা করা হয়। এই ৫০টি আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ১০৭ জনের ওপর তথ্য সংগ্রহ করে এ প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে নির্বাচন পর্যন্ত গবেষণায় অন্তর্ভুক্ত আসনগুলোতে প্রার্থীরা গড়ে ৭৪ কোটি ৯৫ লাখ ৩৮৮ টাকা ব্যয় করেছেন। যেখানে একজন প্রার্থী সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৫শ টাকা ব্যয় করেছেন এবং সর্বনিন্ম আড়াই হাজার টাকা ব্যয় করেছেন। সার্বিকভাবে তফসিল ঘোষণার আগে থেকে নির্বাচন পর্যন্ত প্রার্থীদের গড় ব্যয় ৭৭ লাখ ৬৫ হাজার ৮৫ ‌‌‌টাকা, যা নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত ব্যয়সীমার (আসনপ্রতি সর্বোচ্চ ২৫ লাখ) তিনগুণের বেশি।

ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে রয়েছে, পোস্টার, নির্বাচনি ক্যাম্প, জনসভা ও কর্মীদের জন্য ব্যয়।

উল্লেখ্য, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা সংক্রান্ত গবেষণায়ও দেখা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমার প্রায় তিনগুণ ব্যয় করেছিলেন। নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমা যেখানে ছিল আসনপ্রতি সর্বোচ্চ ১৫ লাখ টাকা, প্রার্থীরা ব্যয় করেছিলেন গড় ৪৪ লাখ ২০ হাজার ৯৭৯ টাকা। টিআইরিব গবেষণা অনুযায়ী, নির্বাচনি ব্যয়সীমা লঙ্ঘণের ধারা একইভাবে অব্যাহত রয়েছে।



/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা