X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সুশাসন নিশ্চিত করাই এ সরকারের বড় চ্যালেঞ্জ: এইচ টি ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ০০:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০০:৫৫

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম

আওয়ামী লীগ সরকারের এ মেয়াদে সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুশাসন মানে শুধু শান্তি-শৃঙ্খলা থাকা নয়। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। আর এ ম্যান্ডেট তিনি পেয়েছেন ইশতেহারের বিনিময়ে। এখন ইশতেহার বাস্তবায়নই চ্যালেঞ্জ। ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব হলে সুশাসন নিশ্চিত হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর নব-নিযুক্ত পাঁচ উপদেষ্টা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, দুর্নীতি-জঙ্গিবাদ এবং মাদক তিনটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে। দেশকে এগিয়ে নিতে দুর্নীতি রোধ, জঙ্গিবাদ দমনও মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই। ইশতেহারে পরিষ্কার বলা হয়েছে, দুর্নীতি-জঙ্গিবাদ এবং মাদক এ তিনটিই আমাদের প্রধান শত্রু।

ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন নতুন সরকারের আরেকটি চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন: এখন আমাদের প্রবৃদ্ধির হার ৭.৮। এটাকে ডাবল ডিজিটে নিতে হবে। অন্তত ১০-এর কাছাকাছি যেতে হবে। ডাবল ডিজিটে যেতে হলে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে এবং বাস্তবায়নাধীন আছে সেগুলো আরও দ্রুত এবং যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তো সকলের। তাকে সকলে অবশ্যই মেনে নেবে এবং সহযোগিতা করবে-করতে হবে। আগের সংলাপে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন। কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা বলে যে কথাটি বলা হচ্ছে তা অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর। তিনি বলেন, নতুন নির্বাচন বাস্তবে সম্ভব নয়। এখন বাস্তবতা মেনে নিয়ে সবাই সহায়তা করুন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুনরায় নিয়োগ পাওয়া অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তারা সবাই ফুল দিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই