X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পকেটে আসেনি বাড়তি বেতনের টাকা, ঠিকই বেড়েছে ঘর ভাড়া

উদিসা ইসলাম
২০ জানুয়ারি ২০১৯, ০৮:১০আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:৫৮

ঘুপচি ঘরে পোশাক শ্রমিকদের মানবেতর জীবন যাপন মিরপুর শ্যাওড়াপাড়ার পাইকপাড়া এলাকায় টিনশেডের বস্তিতে এক কক্ষের একটি ঘরে থাকেন সুরমা। পেশায় পোশাক শ্রমিক সুরমা ঘর ভাড়া দেন সাড়ে তিন হাজার টাকা। সঙ্গে থাকেন আরও দুইজন শ্রমিক। তিনজনে মিলেমিশে ভাড়া দেন। গত ডিসেম্বরের শেষে তাদের ঘর ভাড়া সাতশ’ টাকা বাড়িয়ে দেওয়া হয়। সুরমা বলেন, ‘আমার নাকি বেতন বাড়ছে, তাই ঘরভাড়া বাড়াইছে। কিন্তু ক্যামনে বুঝাই বাড়তি বেতনের টাকা আমি পাই নাই।’

একই অভিযোগ পোশাক শ্রমিক রাহেলার। তিনি বলেন, ‘ঘর ভাড়া, বাজার সদাই করে মাস চলাই মুশকিল। এর কয়দিন আগেই গ্যাস এর জন্য বাড়াইলো, আগামী মাসে আবারও গ্যাসের জন্য বাড়াইবো কইছে। অ্যামনে বাড়াইতেছে আর কয় তোমগো না বেতন বাড়ছে। বাড়তি সেই বেতনের ট্যাকা কই আপা?’

এদিকে রামপুরা এলাকায় ছোট ছোট ঘুপচি ঘরে পোশাক শ্রমিকদের থাকার জায়গা আছে বেশ কয়েকটা। তুলনামূলক এ এলাকায় বেশি ভাড়ার কারণে পরিবার না থাকলে সেখানে একটি ঘরেই একসঙ্গে সাত-আটজন পোশাক শ্রমিক থাকেন। একেকটি ঘর তিন হাজার থেকে পাঁচ হাজার টাকাও দিতে হয়। কোনও কোনও ঘরমালিক একসঙ্গে অনেকে থাকলে ভাড়াও হাঁকেন অনেক বেশি।

টিন দিয়ে কোনোভাবে দাঁড় করানো এসব ঘরেই থাকেন পোশাক শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ- নতুন বেতন-কাঠামো হয়েছে শুনেই গত মাসে এলাকা ও ঘরের সাইজের ওপর ভিত্তি করে ঘরমালিকরা দুইশ’ থেকে আটশ’ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন। শ্রমিকরা কাজের জায়গার কাছাকাছি থাকতে চান বলে সেই সুযোগ ঘর মালিকরা নেয় বলে অভিযোগ তাদের। তারা বলছেন, মজুরি বৃদ্ধির আন্দোলনের মতোই এখন বাড়ি ভাড়া না বাড়ানোর আন্দোলনে নামতে হবে।

রাজধানী ও আশপাশের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের শেষ থেকেই ঘরমালিক ভাড়া বাড়িয়ে দিতে শুরু করেছেন। নতুন মজুরি কাঠামো হচ্ছে এমন সংবাদ টেলিভিশনে দেখেই তারা চারশ’ থেকে সাড়ে ছয়শ’ পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। তারা এও বলছেন, হয়তো বেতনের পাঁচশ’ টাকা বাড়েইনি কিন্তু ঠিকই তারচেয়ে বেশি ঘরভাড়া গুনতে হবে।

তবে এ সমস্যার সমাধানে কোনও আশার কথা শোনাতে পারেনি বিজিএমইএ। তারা বলছে, সরকার চাইলে শ্রমিকদের জন্য ডরমেটরির ব্যবস্থা করে দিতে পারে কিন্তু আলাদাভাবে মালিকদের পক্ষে এই উদ্যোগ নেওয়া সম্ভব না।

এদিকে যতটা ভেবেছিলেন ততটা মজুরি বৃদ্ধি না হওয়ায় শ্রমিকদের অন্যান্য খরচে টান পড়ছে রোজ। রাজধানীর গার্মেন্টস এলাকাগুলোর বাইরে ইপিজেড, আশুলিয়া, সাভারের বেশ কয়েকটি এলাকাতেও খোঁজ নিয়ে ঘর ভাড়া বৃদ্ধির কথা জানা গেছে। নরসিংহপুরের রাসনা বলেন, ‘আমাদের ঘর তো দেখেছেনই, খুপরি। সে ঘর ভাড়াও দুইশ’ বাড়ছে। এ যেন নিয়মে পরিণত হয়েছে।’

পোশাক শ্রমিক রীনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি জানুয়ারিতে কয়েকশ’ টাকা ভাড়া বাড়ে, এর কোনও বদল দেখিনি। কিন্তু এবার ডিসেম্বরে বেতন বাড়ানোর কথা উঠতেই ঘরের মালিকরা ভাড়া একটু বেশিই বাড়িয়ে দিয়েছেন। আমরা কীভাবে চলি সেটা দেখার যেন কেউ নেই। গ্যাসের দাম বাড়লে ভাড়া বাড়ে, বিদ্যুতের দাম বাড়লে ভাড়া বাড়ে, আমার বেতন বাড়ার ঘোষণাতেও ভাড়া বাড়ে। এ যেন এক অরাজক অবস্থা।’

বাড়তি ভাড়াতে এমন পরিবেশেই থাকতে হয় পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া বাড়ানোটা শ্রমিকের জন্য বাড়তি চাপ উল্লেখ করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নামমাত্র মজুরি বাড়ার কথা শুনেই বাড়ি ভাড়া বাড়ানোটা শ্রমিকদের জন্য বাড়তি চাপ। ঘরভাড়া বৃদ্ধি ও চালের বাজারের অস্থিরতা শ্রমিককে সুস্থির জীবনযাপন করতে দিচ্ছে না।’ প্রতিবছরের শুরুতে মালিকরা ঘর ভাড়া বাড়ায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়ে বলে যতটা দাবি করা হচ্ছে, তাদের জীবনযাত্রার খরচ তার চেয়ে বেশি বাড়ে। সেজন্যই আমরা বারবার বলছি, এই মজুরি বৃদ্ধি আসলে শ্রমিকের কোনও কাজে আসবে না।’

যে শ্রমিকদের শ্রমে ও ঘামে তৈরি পোশাক শিল্প টিকে আছে তাদের আবাসন সমস্যা সমাধানে শিল্প মালিকদের তেমন কোনও উদ্যোগ নেই। শ্রমিকদের জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোর নেই কোনও ডরমেটরি বা অন্য কোনও আবাসন ব্যবস্থা।

এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সহসভাপতি মোহাম্মদ নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোশাক শ্রমিকদের থাকার জায়গা একটা বড় সমস্যা। তবে শ্রমিকদের জন্য ডরমেটরির ব্যবস্থা বিজিএমইএ’র পক্ষে করে দেওয়া সম্ভব না। সরকারের পৃষ্ঠপোষকতায় এমন একটা কাজ হবে বলে শুনেছিলাম। কিন্তু কোনও এক কারণে আর সেটি এগোয়নি। এখানে আমাদেরকে সম্পৃক্ত না করে সরাসরি সরকারই পারে কোনও একটা ব্যবস্থা করতে।’

ছবি: সাজ্জাদ হোসেন



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!