X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৈয়দ আশরাফের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯


সৈয়দ আশরাফুল ইসলাম (ছবি- সংগৃহীত)
সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মন্ত্রিসভা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বার ক্ষমতা গ্রহণের পর গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের শুরুতেই এই শোক জানানো হয়। গত ৩ জানুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু হয়।
মন্ত্রিসভা বৈঠকে সৈয়দ আশরাফ স্মরণে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর তার জীবনকর্ম ও আওয়ামী লীগের রাজনীতিতে তার অবদান তুলে ধরেন মন্ত্রিসভার সদস্যরা।
মন্ত্রিরা বলেন, সৈয়দ আশরাফের মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন অত্যন্ত সৎ, নিবেদিত প্রাণ, সাহসী ও দেশপ্রেমিক নেতাকে হারালো। এতে দেশের রাজনীতি তথা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। সৈয়দ আশরাফ ছিলেন পুরোদস্তুর সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। ১/১১-এর দুঃসময়ে দলের হাল ধরে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তার কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন।
উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্বাধীনতার অন্যতম রূপকার ও প্রবাসী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান সৈয়দ আশরাফুল ইসলাম। ১৯৯৬ সালে দেশে ফিরে আওয়ামী লীগের টিকিটে কিশোরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একই আসন থেকে টানা পাঁচবার নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার মাত্র চার দিন পর তার মৃত্যু হয়। তিনি এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালনের পর জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে সরকারের শেষ সময়টা তার কাটে অসুস্থতায়।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা