X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

এসডিজি অর্জনে চাই সমন্বিত উদ্যোগ: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:১৯

কর্মশালায় অন্যদের মধ্যে ড. মো. আব্দুর রাজ্জাক (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশের অর্থনীতির মূলশক্তি কৃষি। টেকসই উন্নয়ন নিশ্চিতের জন্য চাই সমন্বিত উদ্যোগ। এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নের জন্য ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের কোনও বিকল্প নেই। ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার সঙ্গে আমাদের কৃষি ও কৃষক জড়িত। আর এসডিজি অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা কৃষির এবং কৃষি মন্ত্রণালয়ের। আমাদের অর্থনীতি ও সংস্কৃতিও কৃষির সঙ্গে সম্পৃক্ত।’

মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকায় বিএআরসি’র অডিটরিয়ামে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট এসডিজি রোডম্যাপ প্রণয়ন উপলক্ষে আয়োজিত কর্মশালায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষিনির্ভর অর্থনীতির এই দেশে কৃষির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষিপণ্যের বাজারজাত, বহুমুখীকরণ, কৃষিজাত শিল্প-কারখানা স্থাপন এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার মাধ্যমে কৃষিকে লাভজনক করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘দেশ ও জাতির বৃহৎ স্বার্থে কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সবসময়ই আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যেহেতু কৃষিখাতের প্রবৃদ্ধিতে দারিদ্র্য বেশি হারে কমে, এজন্য উৎপাদিত কৃষিপণ্যের প্রক্রিয়াজাত ও বাজারজাতের পথও অবারিত করতে হবে। আর তাই সরকারের পাশাপাশি বেসরকারি অর্থাৎ যৌথ অংশিদারিত্ব বাস্তবায়ন করতে হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘সরকার কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার এসডিজি অর্জনে কৃষি উন্নয়ন ও কৃষকের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রূপকল্প-২০২১, রূপকল্প-২০৪১ ও ডেল্টাপ্ল্যান-২১০০ গ্রহণ করেছে। সরকারের বিচক্ষণ অর্থনৈতিক ব্যবস্থাপনা, দক্ষ ও কার্যকর মুদ্রানীতি প্রয়োগ, সুষ্ঠু ব্যয় ব্যবস্থাপনা এবং ইতোমধ্যে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নিকট অতীত ও চলমান ধারার ন্যায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দিন বদল হয়েছে; ডিজিটাল বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের পরবর্তী ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফল হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এ অগ্রগতির ধারাকে এগিয়ে নিয়ে ২০৪১ সালের মধ্যে পৃথিবীর উন্নত দেশগুলোর সারিতে আমাদের আসন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মান্নান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ড. শামসুল আলম মো. নাসিরুজ্জামন, ড. কাজী এম. বদরুদ্দোজা।

 

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
‘মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার