X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক অংশীদারিত্ব প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২৩:৫০আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২৩:৫২

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক দেশগুলোর অংশীদারিত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২২ জানুযারি) বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান (বিবিআইএন): আঞ্চলিক সহযোগিতা, সম্ভাবনা ও বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পানি বাংলাদেশের জন্য একটি সম্পদ এবং এটি ঠিকমতো ব্যবস্থাপনা করতে না পারলে দেশে বন্যা হয়।
আমাদের দেশের নদীগুলোর বেশিরভাগের উৎস নেপাল, ভুটান ও ভারতে এবং তাদের সঙ্গে আমাদের অংশীদারিত্ব প্রয়োজন।’

বিদ্যুৎ সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘এটির ক্ষেত্রে চারটি দেশের মধ্যে সহযোগিতা হতে পারে।’ এছাড়া, শিক্ষা ও পর্যটনেও দেশগুলো পরস্পরকে সহায়তা করতে পারে বলে তিনি জানান।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হান্নান। তিনি  বলেন, ‘ভারত-পাকিস্তান টানাপড়েনের কারণে সার্ক সফল হতে পারেনি। এই প্রেক্ষাপটে বিবিআইএন নিয়ে আলোচনার প্রাসঙ্গিক কারণ— দেশগুলোর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো এবং একে অন্যের সঙ্গে স্থলপথে যোগাযোগ আছে। আমার বিবেচনায় সহযোগিতা ক্ষেত্র প্রস্তুত আছে এবং আলোচনা শুরু হয়েছে।’

সাবেক বিজিএমইএ’র প্রেসিডেন্ট আতিকুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র ভারতে রফতানি করে বাংলাদেশ ভালো অবস্থানে যেতে পারে।’ 

পেট্রাপোল স্থলবন্দর এবং ‘লিলিপুট’ সমস্যার উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলোর সমাধান হওয়া দারকার।’

পেট্রাপোল বন্দরের অবকাঠামো খারাপের কারণে বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘ভারতের রিটেল কোম্পানি ‘লিলিপুট’ বাংলাদেশের অনেকগুলো  রফতানিকারক পোশাক কোম্পানির কাছ থেকে ৪০ মিলিয়ন ডলারের পণ্য কিনেছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা মূল্য পরিশোধ করছে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট-এর সাধারণ সম্পাদক মামুন আল মাহতাব, সাবেক রাষ্ট্রদূত একেএম আতিকুর রহমান ও ভারতের শিক্ষাবিদ পালাদাস ঘোষাল বক্তব্য রাখেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই