X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ২১:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১১

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) নিকট ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সম্ভাবনা না থাকার কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা উচিত বলে মন্তব্য করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহি লি। তিনি বলেন, ‘মিয়ানমার রাখাইনে এখনও সহায়ক পরিবেশ তৈরি করেনি এবং এর ফলে সেখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার অবস্থা নেই। শুধু তাই না সেখানে অবশিষ্ট যে রোহিঙ্গারা আছে, তাদেরকেও বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে মিয়ানমার সরকার।’

এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরের পর শুক্রবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রশংসা করে ইয়াংহি লি বলেন, ‘আমি ভাসানচর পরিদর্শন করেছি। সেখানে অনেক অর্থ ব্যয় করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে আমি মনে করি সেখানে দ্রুততার সঙ্গে রোহিঙ্গা পাঠালে সমস্যা আরও বাড়তে পারে।’

জাতিসংঘের নিন্দা করে ইয়াংহি লি বলেন, ‘তাদের চোখের সামনে এই ধরনের নির্মম ঘটনা ঘটছে এবং তারা কিছু করছে না।’ আমরা যদি নিরাপত্তা পরিষদের জন্য অপেক্ষা করি, তবে হয়তো কোনও ফল পাবো না বলে উল্লেখ করেন তিনি।

সৌদি আরব ও ভারত থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে ইয়াংহি লি বলেন, ‘এটি উদ্বেগজনক।’

রোহিঙ্গাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের দায়বদ্ধতার বিষয়ে ইয়াংহি লি বলেন, ‘এর জন্য একটি এডহক ভিত্তিতে কোর্ট করা যেতে পারে।’

মিয়ানমারে বর্তমান পরিস্থিতি দেখে সেখানে গণতন্ত্র আছে এমন বলার কোনও কারণ নেই উল্লেখ করে ইয়াংহি লি বলেন, ‘বর্তমানের বেসামরিক সরকার আগের সামরিক সরকারের কার্যকলাপ ধারাবাহিকভাবে অনুসরণ করছে।’

রোহিঙ্গা সমস্যার শুরু হয়েছে মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে উল্লেখ করে ইয়াংহি লি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করা। নয়তো এই অঞ্চলে সমস্যা তৈরি হতে পারে।’ 

 

/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
জাতিসংঘের রোহিঙ্গা ডাটাবেজ ব্যবহার করতে চায় সরকার
ইন্দোনেশিয়ার উপকূল থেকে তিন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার
ইন্দোনেশীয় উপকূলে নৌকাডুবি: ৭০ রোহিঙ্গা নিহতের আশঙ্কা
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’