X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বর্ণদ্বীপের ভাঙন রোধে সেনাবাহিনী ও পাউবো’র মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১১




স্বর্ণদ্বীপের ভাঙন রোধে সেনাবাহিনী ও পাউবো’র মধ্যে সমঝোতা স্মারক সই নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকার স্বর্ণদ্বীপে মেঘনা নদীর ভাঙন রোধে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটির মেয়াদ ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত। এটি বাস্তবায়নে ৮ হাজার ৮৬২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গত বছরের ২০ মার্চ প্রকল্পটি একনেকে অনুমোদন হয়।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদীর ভাঙন থেকে স্বর্ণদ্বীপ (জাহাজ্জ্যার চর) এলাকার প্রায় ১৬ হাজার ১৯৪ হেক্টর জমি, বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্র, দুটি সাইক্লোন শেল্টার, একটি ডেইরি ফার্ম ও বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদীভাঙন থেকে রক্ষা পাবে। নদীর গতিপথ পরিবর্তন প্রতিরোধ করা ছাড়াও সামাজিক নিরাপত্তাসহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন অব্যাহত রাখা এবং পরিবেশের বিরূপ প্রভাব থেকে প্রকল্প এলাকাকে রক্ষা করা সম্ভব হবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমানসহ পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ রোমিও নওরীন খান এবং ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক উপস্থিত ছিলেন।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!