X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

‘ভুয়াদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০

জাতীয় সংসদ

কিছু সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম থাকা অগৌরবের উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় স্বাধীনতাবিরোধী কারও নাম থাকলে তা যাচাই করে অবশ্যই বাদ দেওয়া হবে।

 বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, কিছু সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধার কারণে মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা তা পূরণ হচ্ছে না। মুক্তিযোদ্ধারা গলায় একটি করে পরিচয়পত্র ঝুলিয়ে ঘুরবেন তা পারছেন না। স্বাধীনতা দিবসের আগেই তাদের এই দাবি পূরণে সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের।

মুক্তিযোদ্ধাদের তালিকায় পিস কমিটির সদস্য ও তাদের সন্তানদের নাম থাকা বিষয়ে শফিকুল ইসলাম শিমুলের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম থাকা জাতির জন্য কেবল অগৌরবের নয়, ইতিহাসেরও বিকৃতি। এটা হতে পারে না। এই ধরনের কিছু থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কেউ থেকে থাকলে তাদেরকে বাদ দেওয়া হবে।

মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ প্রসঙ্গে আ ক ম মোজাম্মেল হক বলেন, আগে দুই লাখের ওপর মুক্তিযোদ্ধা ভাতা পেতেন। আমরা ২০ হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিয়েছি। বর্তমানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা এক লাখ ৮২ হাজারের কিছু বেশি। নির্ভুল চূড়ান্ত মুক্তিযোদ্ধার তালিকা তৈরির কাজ এখনও চলমান রয়েছে। ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও মুজিবনগর সরকারের তালিকাসহ যেসব তালিকার বিষয়ে কোনও আপত্তি নেই সেগুলো আগামী মার্চ মাসের মধ্যে প্রকাশের আশা করছি। আর যেগুলোর বিষয়ে আপত্তি রয়েছে তা যাচাই-বাছাই চলমান থাকবে। যাচাই-বাছাইয়ে যারা টিকবে তাদের তালিকা আমরা পরবর্তীতে প্রকাশ করবো।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করে পাঠানোর জন্য বলা হলেও সব জেলা থেকে একরকমভাবে তালিকা আসেনি। যার কারণে এটি চূড়ান্ত করা যায়নি। নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায়  জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নতুন করে গঠনের প্রক্রিয়া চলছে। এটা গঠিত হলে অল্পদিনের মধ্যে আমরা এই সমস্যা নিষ্পত্তি করার চেষ্টা করবো।

আনোয়ারুল আবেদীন খানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ডের সামনে মুক্তিযোদ্ধার তালিকা লিখে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার জন্য সিদ্ধান্ত রয়েছে। তবে, এটি এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। চূড়ান্ত তালিকা হওয়ার সঙ্গে সঙ্গে এটা বাস্তবায়নে যত্নবান হবো। সব মুক্তিযোদ্ধার বাড়িগুলো আলাদাভারে রঙ দিয়ে চিহ্নিত করা যায় কীনা তা ভেবে দেখা হবে বলেও জানান।

আগামী অর্থবছরে মুক্তিযোদ্ধাদের ভাতা আরেকটু সম্মানজনক হারে বাড়ানোর চিন্তাভাবনা চলছে বলেও মন্ত্রী জানান।

মুজিবুল হকের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে (জানুয়ারি ২০১৯) দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮৭ হাজার ২৯৩ জন।

কুষ্টিয়া-৪ আসনের সেলিম আলতাফ জজের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, স্বাধীনতাবিরোধী রাজাকার এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ঘৃণা প্রকাশের জন্য কেন্দ্রীয়ভাবে ঢাকায় একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের জন্য জায়গা নির্বাচনের কাজ চলমান রয়েছে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার
মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা