X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিস্ময়, আনিসুল হক আমার পরিবারের এতকিছু জানলো কী করে!

জনি হক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৮

বন্যা মির্জা ও আনিসুল হক অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কথাশিল্পী আনিসুল হকের ‘এই পথে আলো জ্বেলে’। এই বইয়ের আগের ভাগগুলো হলো ‘যারা ভোর এনেছিল’, ‘ঊষার দুয়ার’, ‘আলো আঁধারের যাত্রী’। এর মধ্যে ‘আলো আঁধারের যাত্রী’ পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কার্যালয় থেকেই আনিসুল হককে এ তথ্য জানানো হয়। পরে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ অন্য কর্মকর্তাদের কাছে বঙ্গবন্ধু কন্যা জানতে চেয়েছেন এটি পড়েছেন কিনা।

সেই ঘটনা জানিয়ে আনিসুল হক বলেন, “প্রধানমন্ত্রী একটি বৈঠকে বইটির বিষয়ে বলেছিলেন, আনিসুল হক আমার পরিবারের এতকিছু জানলো কী করে! শেখ রেহানার সঙ্গে এসব বই নিয়ে আমার কথা হয়। তিনি আমাকে স্নেহ করেন। তিনি আমাকে বলেন, ‘আপনি ফিকশন লিখছেন। লেখা থামাবেন না। চালিয়ে যেতে থাকুন।’ আমি বলি, আপনাদের তো নিজেকের কাহিনী পড়তে খারাপ লাগে, অনেক কিছু তো মেলে না। তখন তিনি বলেন, ‘এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। কারণ মোটের ওপর আপনি ইতিহাসটা সঠিক লিখছেন। অন্য বিবরণের ক্ষেত্রে এদিন এটা হয়নি, ওটা হয়নি, এটার স্বাধীনতাটুকু আপনার আছে।’ বঙ্গবন্ধুর দুই কন্যাই আধুনিক ও উদার। তারা বই পড়েন, ফিকশনকে ফিকশন হিসেবেই নিতে পারেন।”

বইমেলা উপলক্ষে বাংলা ট্রিবিউনের আয়োজনে ফেসবুক লাইভে নিজের নতুন বইয়ের আলোকে এসব কথা বলেন এই লেখক-সাংবাদিক। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পাঠক ও ভক্তদের জন্য বাংলা ট্রিবিউন কার্যালয়ে হাজির হন তিনি।

আনিসুল হকের কথায়, ‘আমরা বিভিন্ন বক্তৃতায় বলে থাকি, এমনকি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরাই বলি— বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভুত্থান, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, এরপর নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পেছনে আরও অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে।’

বায়ান্নর আগেও ভাষা আন্দোলন হয়েছিল উল্লেখ করে আনিসুল হক বলেছেন, ‘১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বড় ভাষা আন্দোলন হয়েছিল। তখন পাকিস্তানের গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম রাষ্ট্রভাষা বাংলা করার দাবি তোলেন। কারণ ছয় কোটি মানুষের মধ্যে চার কোটিই ছিল বাঙালি। কিন্তু দাবি মানতে অস্বীকৃতি জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হতে শুরু করলো।’

‘এই পথে আলো জ্বেলে’র প্রতিপাদ্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, এবারের বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির পেছনে সাধারণ মানুষের লড়াইয়ের সময়, প্যারোলে বা জামিনে মুক্তি না নিয়ে নিঃশর্ত মুক্তি পাওয়ার অংশটুকুকে গুরুত্বপূর্ণ মনে করেছি।’

এছাড়া ‘এই পথে আলো জ্বেলে’ বইতে শহীদ মতিউর, শহীদ আসাদের অংশগুলো পাঠকরা পাবেন। এতে উল্লেখ রয়েছে, সিরিজটির আরেকটি গ্রন্থ বের হবে। এরপর এটি সমাপ্তিতে পৌঁছাবে। আনিসুল হক বললেন, ‘বাংলাদেশের জন্মের বিশালতা আগামী বইতে থাকবে। সেখানেও আমরা জীবন্ত মানুষদের দেখবো।’

সিরিজটি প্রসঙ্গে আনিসুল হকের বক্তব্য, ‘ইতিহাস তো শুষ্ক হয়। ইতিহাসে প্রাণবন্ত মানুষকে পাওয়া যায় না। যে মানুষ খায়, ঘুমায়, স্বপ্ন দেখে; সেই মানুষটাকে পাই না। এখানে চোখের সামনে দেখা যাচ্ছে এভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। গৌরব যদি থাকে তাহলে সেটা এখানে।’

১৯৮৯ সালে প্রকাশিত হয় আনিসুল হকের প্রথম কবিতার গ্রন্থ ‘খোলা চিঠি সুন্দরের কাছে’। এর মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেই হিসাবে সাহিত্য অঙ্গনে তার তিন দশক পূর্ণ হলো এ বছর।

অভিনেত্রী বন্যা মির্জার উপস্থাপনায় বাংলা ট্রিবিউনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/BanglaTribuneOnline/) থেকে সরাসরি প্রচারিত হয়েছে অনুষ্ঠানটি। এই আয়োজনে সহযোগিতা করছে পাঠক সমাবেশ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা