X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০

বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীরা আজ আর সমাজের বোঝা না। তারা এখন দেশের সম্পদ। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীতে ‘শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’ ও ‘মৈত্রী শিল্প’ পরিদর্শন এবং মেধাবী প্রতিবন্ধীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মুক্তা পানি উৎপাদন ও সরবরাহ করে, সেই লাভের টাকা দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ বৃত্তি দেওয়া বিরাট এক অর্জন। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও যে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, তা শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও মৈত্রী শিল্পে কর্মরত ব্যক্তিরা দেখিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘মুক্তা পানি উৎপাদন ও সাতটি প্লাস্টিক আইটেমের যুগোপযোগী পণ্য তৈরি করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। পাশাপাশি তারা (প্রতিবন্ধীরা) সাবলম্বী হচ্ছেন। এভাবেই তাদের মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। যারা প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করেন, তারা এই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষমতার ব্যাপারে অজ্ঞ। প্রতিবন্ধীরা আজ আর সমাজের বোঝা না, তারা এখন দেশের সম্পদ।’
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাজেট আগের চেয়ে বাড়ানো হয়েছে। এবারের বাজেট থেকে মৈত্রী শিল্পে অর্থায়ন করে এই কারখানার উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি এখানকার প্রতিবন্ধী কর্মচারীদের সুযোগ-সুবিধাও বাড়াতে হবে।’

সভায় মৈত্রী শিল্প’র নির্বাহী সচিব সেলিম খান জানান, মুক্তা পানি থেকে এবারের বাণিজ্য মেলায় সাত লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। গোটা দেশে এই পানির চাহিদা বাড়ছে। কাজেই মুক্তা পানি দেশব্যাপী দ্রুত বাজারজাত করতে ৮টি বিভাগীয় শহরে মৈত্রী শিল্প’র শাখা স্থানান্তর প্রয়োজন।’ মুক্তা পানির ব্যাপক প্রচারের জন্য একটি অ্যাপ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে ও শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প’র নির্বাহী সচিব সেলিম খানের উপস্থাপনায় সভায় জেলা সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন) জুলফিকার হায়দার, ঢাকা বিভাগীয় পরিচালকসহ স্থানীয় জেলা প্রশাসন ও মৈত্রী শিল্পের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা মৈত্রী শিল্পের বিভিন্ন কারখানা ও টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা