X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ঠেঙার চরে না পাঠানোর দাবি বাদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৩



মঈন উদ্দিন খান বাদল (সংগৃহীত ছবি)
রোহিঙ্গাদের ঠেঙার চরে স্থানান্তর না করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল। রবিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
অন্যদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী রোহিঙ্গা সংকট নিরসনে সংসদ সদস্যেদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল বলেন, “রোহিঙ্গাদের দয়া করে ঢুকাবেন না। ঠেঙার চর বা অন্য কোথাও তাদের স্থায়ী জায়গা দিতে পারেন না। এটা করা হলে বার্মিজরা আমাদের বলবে, ‘আপনাদের লোক আপনারা নিয়ে গেছেন।’ যা তারা ইতোমধ্যে বলতে শুরু করেছেন।”
তিনি বলেন, ‘মিয়ানমার বিশ্বে একটি আনট্রাস্ট সরকার। বিশ্বে খোচাখুচির খেলায় তারা পারদর্শী। ৫০ বছর ধরে তাদের দেশে গণ্ডগোল জিইয়ে রয়েছে।’ রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ও চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে যুক্ত করা দরকার বলেও মন্তব্য করেন বাদল।
জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ‘গত ১৫ নভেম্বরে ফেরত নেওয়ার কথা থাকলেও কোনও সাড়া-শব্দ নেই, বরং এখনও আসছে। ভারত থেকে দেড় হাজার রোহিঙ্গা ইতোমধ্যে এসেছে। সৌদি আরব থেকেও আসার উপক্রম হয়েছে। আমরা আগে যেভাবে তৎপর ছিলাম, এখন মনে হচ্ছে তা কিছুটা কম। তৎপরতা বাড়ানো উচিত। এই প্রক্রিয়ার সঙ্গে ভারত, চীন, সৌদি আরব ও জাতিসংঘকে সম্পৃক্ত করা উচিত।’
রোহিঙ্গা ইস্যুতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এখনই আওয়াজ না তুললে বিষফোঁড়ার মতো রূপ নেবে। কখন কী দাবি করে বসে বলা যায় না!’
ফরাজী এ সময় কার্য়প্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সংসদ সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করার প্রস্তাব করেন। এ বিষয়ে তিনি লিখিত নোটিশ দিতেও রাজি আছেন বলে জানান।
পরে সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘নোটিশ দিলে খুবই ইফেক্টিভ হবে। না হলে এভাবে আলোচনা হবে অর্থহীন। নোটিশ দেওয়া হলে তা বিবেচনায় আনার চেষ্টা হবে।’

 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী