X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিগগিরই নবম ওয়েজবোর্ড ঘোষণা: সংসদে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩০

হাছান মাহমুদ (ফাইল ছবি) শিগগিরই নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা হবে বলে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে খুলনা-৪ আসনের সালাম মুর্শেদীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হাছান মাহমুদ জানান, নবম ওয়েজবোর্ড গঠনের পর গত ১ মার্চ ২০১৮ থেকে সব গণমাধ্যমকর্মীকে ৪৫ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করা হচ্ছে। ওয়েজবোর্ডের রোয়োদাদের সুপারিশ পরীক্ষা করে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, দেশের দৈনিক পত্রিকাগুলোতে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে ২০১৬ সাল থেকে দাবি আদায়ের আন্দোলন শুরু করেন সাংবাদিকরা। দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়া সম্পন্নের পর গত বছরের ১১ সেপ্টেম্বর সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়। এরপর নতুন সরকারের দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করে দেন। গত ২৬ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের উপস্থিতিতে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব-এর সঙ্গে এক বৈঠকে রোয়েদাদ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে।
এদিন সংসদে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্নার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমস্ত অনলাইন গণমাধ্যমকে অনলাইন নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, কিছু বেসরকারি টেলিভিশনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের বিষয়ে আমরা ওয়াকিবহাল। আমরা কিছুদিনের মধ্যে টিভি চ্যানেলগুলোর মালিক ও নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বসবো। চ্যানেলগুলোতে যাতে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন না করা হয়, সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি জানান, মন্ত্রিসভার অনুমোদিত সম্প্রচার নীতিমালার আলোকে একটি সম্প্রচার কমিশন গঠন করা হবে। সব চ্যানেল যাতে এই নীতিমালায় চলে ওই কমিশনের মাধ্যমে সেই ব্যবস্থা করা হবে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা