X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রকৃত হিসাবে হজের ব্যয় বাড়েনি: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ প্রকৃত হিসাবে এ বছর হজের ব্যয় বাড়েনি বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘অন্য বছরের স্বাভাবিক ব্যয়বৃদ্ধির তুলনায় এ বছর হজের ব্যয় বাড়েনি, বরং কমেছে।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘গত বছর প্যাকেজ ১-এর হজযাত্রীদের জন্য সব মিলিয়ে ব্যয় নির্ধারণ করা হয়েছিল তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব করা হয়েছিল এক লাখ ৪৮ হাজার টাকা, যা গত বছরের তুলনায় ২০ হাজার টাকা বেশি। এর সঙ্গে সৌদি সরকারের বাড়ানো ২৪ হাজার ৯৮১ টাকার কর যোগ হবে। সে হিসাবে এ বছর প্যাকেজ ১-এর হজযাত্রীদের জন্য সর্বমোট খরচ প্রস্তাব করা হয়েছিল ৪ লাখ ৪২ হাজার ৯১০ টাকা। কিন্তু মন্ত্রিপরিষদ প্যাকেজ ১-এর হজযাত্রীদের জন্য সব মিলিয়ে ব্যয় নির্ধারণ করে চার লাখ ১৮ হাজার ৫১৬ টাকা। প্রকৃত হিসাবে গত বছরের চেয়ে এ বছর ২৪ হাজার ৪১০ টাকা ব্যয় কমেছে।’
তিনি আরও বলেন, ‘গত বছর প্যাকেজ ২-এর হজযাত্রীদের জন্য সব মিলিয়ে ব্যয় নির্ধারণ করা হয়েছিল তিন লাখ ৩১ হাজার ৩৬০ টাকা। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব করা হয়েছিল এক লাখ ৪৮ হাজার টাকা, যা গত বছরের তুলনায় ২০ হাজার টাকা বেশি। এর সঙ্গে সৌদি আরব সরকারের বাড়ানো ১৯ হাজার ৩৫ টাকার কর যোগ হবে। সে হিসাবে এ বছর প্যাকেজ ২-এর হজযাত্রীদের জন্য সর্বমোট খরচ প্রস্তাব করা হয়েছিল তিন লাখ ৭০ হাজার ৩৯৫ টাকা। কিন্তু মন্ত্রিপরিষদ প্যাকেজ ২-এর এ বছরের হজযাত্রীদের জন্য সব মিলিয়ে ব্যয় নির্ধারণ করেছে তিন লাখ ৪৪ হাজার টাকা। প্রকৃত হিসাবে গত বছরের চেয়ে এ বছর ২৬ হাজার ৩৯৫ টাকা ব্যয় কমেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর সার্ভিস চার্জ বৃদ্ধি, অতিরিক্ত করারোপ এবং পরিবহন ব্যয় দ্বিগুণের বেশি করেছে সৌদি আরব। এতে হজের খরচ ১৫ হাজার ৩২৬ টাকা ৫০ পয়সা বেড়েছে। গত বছরের অতিরিক্ত সার্ভিস চার্জের ওপর ১২ শতাংশ করারোপ করায় অতিরিক্ত তিন হাজার ৭০৯ টাকা হজের খরচ বেড়েছে। এছাড়া, সৌদি সরকার কর্তৃক করারোপ করায় আরও ২৫ দশমিক ২৫ টাকা খরচ বেড়েছে। প্যাকেজ ১-এর হজযাত্রীদের জন্য এ বছর ট্রেন ভাড়া পাঁচ হাজার ৯৪৫ টাকা ৫০ পয়সা বেড়েছে। সৌদি সরকার কর্তৃক সর্বমোট ২৫ হাজার ছয় টাকা ২৫ পয়সা বেড়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকার কর্তৃক ব্যয়বৃদ্ধির বিষয়টি বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের হজযাত্রীদের জন্য প্রযোজ্য।’
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ ২-এর সমান; কোনোমতেই এর নিচে নেওয়া যাবে না। কারণ, তা করা হলে হজযাত্রীদের সেবার মান হ্রাস পাবে, হজযাত্রীরা ভোগান্তিতে পড়বেন, যা কোনোমতেই আমরা সহ্য করবো না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অন্য সব মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (হাব) আমরা সবাই মিলে হজ ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। হজের খরচ কমানোর বিষয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। সে কারণে এ বছর হজের প্রকৃত খরচ কমেছে।’
সংবাদ ব্রিফিংয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসআই/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি