X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

শিগগিরই দেশে উৎপাদন হবে কম্পিউটারের মাদারবোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭

তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার শিগগিরই বাংলাদেশে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদন হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। অগামী ১-২ মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকার দলের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ওই সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের সুফল বাংলাদেশ ভোগ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কমিম্পউটার উৎপাদন করে বিদেশে রফতানির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে ৯৮-৯৯ সালে কম্পিউটারের ওপর ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারের ফলে কম্পিউটার শিক্ষায় ব্যাপক প্রভাব পড়ে।’

সর্বশেষ ২০১৫ সালের ৬ আগস্ট টাস্ক ফোর্সের এক সভার কথা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সেদিন যা বলেছিলেন তা এখন বাস্তবে ঘটছে। এখন আমরা মোবাইল-ল্যাপটপ বানাই, এগুলো রফতানিও করি। স্যামসাংয়ের মাধ্যমে ৬টি স্থানীয় প্রতিষ্ঠানে তা চালু হয়েছে। আরও ৬টি চালু হবে।

কম্পিউটার উৎপাদনের সবচেয়ে কঠিন বিষয় মাদারবোর্ড উৎপাদনের প্রক্রিয়াও শুরু হয়েছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমি একটা সুখবর দিতে চাই। আমরা আগামী ১-২ মাসের মধ্যে দেশে কম্পিউটারের মাদারবোর্ড উৎপাদনে সক্ষম হবো। আশা করি, কম্পিউটার দেশে উৎপাদন করে বিদেশেও রফতানি করতে পারবো।’

উৎপাদিত পণ্য বাজার দরের চেয়ে দেশে অন্তত ২৫ ভাগ কম দামে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ফ্রিকোয়েন্সি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমনভাবে চুক্তির মাধ্যমে দেওয়া হয়নি যে কেবল তারাই এটা নিতে পারবে। কোথাও যদি এ ধরনের খবর প্রকাশ হয়ে থাকে তা সঠিক নয়।

ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে ফোরজি মোবাইল ফোন সেবা চালু হয়েছে। বর্তমানে দেশে ফোরজি টাওয়ারের সংখ্যা ১৫ হাজার ৫০৯টি এবং দেশের প্রায় ৬৫ শতাংশ এলাকা ফোরজির আওতাভুক্ত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারে ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের কোনও দেশে এখনো বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু হয়নি, হলে বাংলাদেশেও চালু হবে।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর
উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স