X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মেধাস্বত্বকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: দেবপ্রিয়

শেখ শাহরিয়ার জামান
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

ড. দেবপ্রিয় ভট্টাচার্য যেকোনও দেশের উন্নয়নের জন্য মেধাস্বত্ব সম্পদকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু মেধাস্বত্ব অধিকার সুরক্ষার বিষয়টি আমাদের দেশে তেমন কোনও তৎপরতা লক্ষ করা যায় না। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্ বলেছেন, ‘মেধাস্বত্ব অধিকার উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত, সেটি এখনও আমরা বুঝতে পারিনি। এর মূল কারণ, এ বিষয়টিকে আমাদের দেশে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের এখন জেগে ওঠার সময় হয়েছে এবং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে এটিকে যুক্ত করতে হবে।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে মেধাস্বত্ব সম্পদের গুরুত্ব অন্যান্য সম্পদের চেয়ে বেশি। শুধুমাত্র মেধাস্বত্বের সুরক্ষার জন্য মাইক্রোসফট বা গুগুল বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে। বর্তমান বিশ্বে ভৌগোলিক নির্দেশক পণ্য এবং প্রথাগত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে আমরা বেনারসি শাড়ি, ইলিশ মাছ এবং আমাদের অন্যান্য যেসব নিজস্ব পণ্য রয়েছে সেগুলোর নিবন্ধন করতে পারি। আবার প্রথাগত জ্ঞানের মাধ্যমে আমাদের নিজস্ব রূপকথা, গান বা অন্যান্য সম্পদের হিসাব রাখতে পারি।’

‘আমাদের দেশে গোটা বিষয়টি দেখাশোনার জন্য একটি জাতীয় কপিরাইট কাউন্সিল গঠন করা উচিত। বাংলাদেশে এ বিষয়টি দ্বিখণ্ডিত। এক্ষেত্রে কপিরাইটের বিষয়টি দেখে সংস্কৃতি মন্ত্রণালয়, আর পেটেন্ট বিষয়টি দেখে শিল্প মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে আইনি কাঠামো মজবুত করতে হবে। এজন্য এমন সংস্থা তৈরি করতে হবে যেখানে এ সম্পর্কিত আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। এর ফলে আমরাই বেশি উপকৃত হবো। এখানে স্থানীয়ভাবে মেধাস্বত্বের অনেক অপব্যবহার হয়ে থাকে। এর মাধ্যমে আমাদের ইন্টারনেট বা আইটি পণ্য এবং শিল্পীরা উপকৃত হবে।’

‘শুধু তাই নয়, আমরা যদি তৈরি পোশাকশিল্পের জন্য ব্র্যান্ড তৈরি করতে চাই তবে তাদের মেধাস্বত্ব সুরক্ষা দিতে হবে।’

এ প্রসঙ্গে চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিজেদের প্রয়োজনে আমাদের এ বিষয়ে নজর দিতে হবে।’ উদাহারণ হিসেবে তিনি বলেন, ‘খাবার স্যালাইন বাংলাদেশে উদ্ভাবন করা হয়েছে এবং এটি সারা বিশ্বে ব্যবহৃত হয়। কিন্তু এর রয়্যালটির টাকা কে পায় আমাদের জানতে হবে।’

তিনি আরও বলেন, ‘মেধাস্বত্ব দামের জন্য আমাদের দর কষাকষি করা উচিত। এটি ঠিক, ভবিষ্যতে আমাদের মেধাস্বত্ব কিনতে হবে বা রয়্যালটি দিতে হবে; কিন্তু এর দাম যেন অত্যাধিক না হয়।’

 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট