X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আবুধাবির পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৫

প্রধানমন্ত্রী (ফাইল ছবি) তিন দিনের জার্মানি সফর শেষে বাংলাদেশ সময় শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস’র।

ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমান করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আবুধাবির উদ্দেশে মিউনিখ ছাড়েন। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব নেওয়ার পর জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফরে যান শেখ হাসিনা। প্রথম অংশে জার্মানির সফর শেষে তিনি এবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জার্মানিতে শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। সম্মেলনের ৫৫তম এডিশনের সাইডলাইনে তিনি স্বাস্থ্য সংকট বিষয়ক একটি গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন এবং নিরাপত্তা হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন। এছাড়া আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর প্রধান কৌসুলি ড. ফাতু বেনসুদা ও পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ বিষয়ক আন্তর্জাতিক প্রচারণার নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী বেট্রিস ফিন এখানে পৃথক পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জার্মানিস্থ বাংলাদেশ মিশন আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন।

সংযুক্ত আরব আমিরাত সফরকালে শেখ হাসিনা রবিবার (১৭ ফেব্রুয়ারি) আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। এছাড়া আল বাহার প্রাসাদে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মোবারক আল কেতবির সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। প্রধানমন্ত্রী সেন্ট রেজিস আবুধাবি হোটেলে একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোজা ও ঈদের কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
রোজা ও ঈদের কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
শুটিংয়ের অন্তরালে...
শুটিংয়ের অন্তরালে...
সোনার দাম কমলো
সোনার দাম কমলো
মামুনুল হকের বিরুদ্ধে তৃতীয় দফায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা
মামুনুল হকের বিরুদ্ধে তৃতীয় দফায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার