X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দেবেন বাদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৫





মঈন উদ্দীন খান বাদল সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ‘এই চুক্তির কারণে সংবিধান লঙ্ঘন হচ্ছে কিনা, দেখতে হবে। না হলে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’ এসময় তিনি পররাষ্ট্রনীতি নিয়ে সংসদে আলোচনার জন্য কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় নোটিশ আনতে চান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে নোটিশ আনার পরামর্শ দেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বাদল বলেন, ‘সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা উঠেছিল। পাকিস্তান এর বিরোধিতা করে। পাকিস্তান সৌদি আরবে সেনা পাঠাতে পারেনি। বাংলাদেশের সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের অধীনে ছাড়া অন্য কোথাও কোনও বিরোধে জড়ানো যাবে না।’
বাদল বলেন, ‘সৌদি আরব বছরে ৫০০ কোটি টাকা দেবে। তারা নিজেরা কেন মাইন অপসারণ করে না। এ ধরনের সংঘাতে যুক্ত হওয়া অসম্ভব বিপদ। সংসদ সদস্যরা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখে পড়ছেন। এজন্য এ বিষয়ে সংসদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা উচিত।’
এর আগে গত বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বিরোধী দলের সদস্য ফখরুল ইমাম সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে বক্তব্য দেন।
সংসদের কার্যপ্রণালী বিধির ৬৮ ধারা অনুযায়ী জনগুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনা উত্থাপন করতে চাইলে কোনও সদস্য অন্তত দুই দিন আগে বিষয়টি উল্লেখ করে একটি নোটিশ আনতে পারেন। তাতে আরও ৫ জন সংসদ সদস্যের সই প্রয়োজন হয়।

 

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস