X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অবসর সুবিধা-কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তন বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২১

সংবাদ সম্মেলন

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কাটার প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নেতারা। একইসঙ্গে তারা বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণেরও দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মো. সাইদুল হাসান সেলিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে, ১ জানুয়ারি থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কাটবে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। এ নির্দেশনা অনুযায়ী কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের থেকে ১০ শতাংশ কাটা হয়। শিক্ষকদের সঙ্গে কোনও আলোচনা ছাড়া কোনও বর্ধিত সুবিধা না দিয়ে অতিরিক্ত চাঁদা কর্তনের প্রজ্ঞাপন জারি করা অমানবিক ও এক ধরনের জুলুম।’

তিনি আরও বলেন, ‘এই বিতর্কিত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে গত ৩ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার পরও সরকারের দর্শকের ভূমিকা পালন করায় শিক্ষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে। এদিকে, শিক্ষকদের প্রতিবাদে কর্ণপাত না করে শিক্ষা প্রশাসন স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষকদের আগের ৬ শতাংশ ও অতিরিক্ত ৪ শতাংশসহ মোট ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপনকে নীতিমালায় অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানাচ্ছি, এই প্রজ্ঞাপন যেন বাতিল করা হয়।’

সাইদুল হাসান সেলিম বলেন, ‘কোনও বর্ধিত সুবিধা না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত চাঁদা কর্তনের যে অমানবিক প্রজ্ঞাপন জারি করেছে, তা শিক্ষার মানোন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আমরা এই অতিরিক্ত চাঁদা কর্তনের প্রতিবাদ করছি এবং ওই প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিলের দাবি জানাচ্ছি।’

তিনি হুঁশিয়ারি দেন, ‘আগামী মার্চের ১০ তারিখের মধ্যে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল না করা হলে এবং বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনও স্পষ্ট ঘোষণা না আসলে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম পরবর্তীতে জাতীয় সমাবেশের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব মোহাম্মদ আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি বিপ্লব কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়