X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘পাটের উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্র হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৬

আলোচনা সভায় অন্যদের মধ্যে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে ‘জুট গুডস রিসার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পাট অধিদফতরে কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পাট আইন-২০১৭ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ শতভাগ বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী পাট পণ্য ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে পাট ভূমিকা রাখবে; দেশের জিডিপিতে আরও বেশি অবদান রাখবে। পাট পণ্যকে রফতানির শীর্ষে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে এক হয়ে পাটের সমস্যা বের করতে হবে এবং সমাধানের জন্য চেষ্টা করতে হবে। একইসঙ্গে পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর জন্য একটি জুট গুডস রিসার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার করার পরিকল্পনা সরকারের রয়েছে; যা পাট আইন-২০১৭ এর আওতায় পরিচালনার দায়িত্বে থাকবে পাট অধিদফতর। এখানে পাটের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে এবং পাট খাতের উন্নয়নে বিশেষজ্ঞরা গবেষণার সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে পাটের ব্যবহার বাড়ানো হচ্ছে। সেদিক থেকে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? ভারতসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে পাট কিনে তাদের দেশে পাটের ব্যবহার বাড়াচ্ছে। তাদের রিসার্স সেন্টার আছে। আমরা রিসার্সের জন্য অন্য কোনও প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকবো না। যত দ্রুত সম্ভব, আমরা পাট রিসার্স সেন্টারের মাধ্যমে পাট শিল্পকে আরও এগিয়ে নেবো। অন্যদিকে, বর্তমানে পাট এক্সপোর্টে আমরা এগিয়ে আছি। তবে আইনে নির্ধারিত ১৯টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে আরও বেশি ভ্রাম্যমাণ আদালত তথা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’ এজন্য সব ডিসিদের কাছে বার্তা পৌঁছানোর কথা বলেন তিনি।

আলোচনা সভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান বলেন, ‘এখন পাটের মণ আড়াই হাজার টাকা। সুতরাং পাটের দাম বেড়েছে। পাটের আবার সুদিন ফিরে আসবে। পাট ও বস্ত্রখাতে কোনও দুর্নীতি চলবে না। কর্মকর্তদের ট্রেনিং কিংবা সার বিতরণে কোনও অনিয়ম চলবে না। প্রতিটি কাজ সঠিকভাবে করতে হবে। এবার আমাদের দ্বিগুণ পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। সেই কাজটি সঠিকভাবে করতে অধিদফতরকে কাজ করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমেই পাট খাতে এগিয়ে নিতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন– পাট অধিদফতরের মহাপরিচালক মো. শামছুল আলম, পরিচালক আবদুল জলিল, তাহমিদা আহমেদ, সমন্বয় কর্মকর্তা মো. সওগাতুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা