X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার হলে ভোটকেন্দ্রের পক্ষে ঢাবি বাস রুট কমিটির নেতারাও

ঢাবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৩

হলে ভোটকেন্দ্রকে সমর্থন জানিয়ে ঢাবি বাস কমিটির সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলে রাখার পক্ষে এবার শিক্ষার্থীদের পরিবহন করা বাস কমিটির নেতারাও একমত পোষণ করেছেন । আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে তারা এ কথা জানান। তবে, বাসে নিয়মিত চলাচল করে এমন কয়েকজন সাধারণ শিক্ষার্থী জানিয়েছেন তাদের সঙ্গে এ বিষয়ে কোনও ধরনের আলোচনা করা হয়নি।

হলের বাইরে ভোটকেন্দ্র রাখতে আন্দোলন করে আসছে ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো। তারা দাবি করছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে ছাত্রলীগের একক আধিপত্য রয়েছে। সেখানে ভোটকেন্দ্র রাখা হলে সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কা করছেন তারা। এর দাবিতে বামপন্থী ছাত্রসংগঠনগুলো গতকাল সোমবার উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। তবে, ছাত্রলীগসহ ছাত্র সংগ্রাম পরিষদের কয়েকটি সংগঠন হলের মধ্যেই ভোটকেন্দ্র রাখার বিষয়ে একমত। এর আগে ভোটকেন্দ্র হলের মধ্যে রাখার বিষয়ের সঙ্গে একমত পোষণ করে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক ২২টি সংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফাল্গুনী বাস কমিটির সভাপতি নুর মোহাম্মদ। লিখিত বক্তব্যে বলা হয়েছে, ‘ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। আমরা সবাই একটি অভিন্ন ও ঐক্যবদ্ধ পরিবার। অনাবাসিক শিক্ষার্থীরা হলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত, হলে আমাদের যাতায়াত অবাধ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড আমাদের হলের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের যে কোনও সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। অনাবাসিক শিক্ষার্থীরা নির্ভয়ে নিঃশঙ্কচিত্তে, আনন্দময়ভাবে হলে ভোটদানে সার্বিক পরিবেশ আছে বলে আমরা মনে করি।’

এর আগে ছাত্রলীগের সঙ্গে এ বিষয়ে কয়েক দফা সভা হয়েছে বলে জানিয়েছেন এই কমিটির সমন্বয়ক রাকিব হাওলাদার।

নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করে এমন একজন শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব বিষয়ে আমাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা হয়নি। সংবাদ সম্মেলন সম্পর্কেও আমরা কিছুই জানি না।’

বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের না জানিয়ে সংবাদ সম্মেলন করার বিষয়ে জানতে চাইলে ক্ষণিকা বাসের সভাপতি মো. রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনেকের সঙ্গে আলোচনা করেছি। সবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এখানে প্রত্যেকের ভিন্নমত আছে।’

ছাত্রলীগের সঙ্গে সভার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে ছাত্রলীগের নেতারা আমাদের আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য আমরা তাদের সঙ্গে বসেছি। অন্য কোনও সংগঠন আমাদের আলোচনায় ডাকেনি, ছাত্রলীগ ডেকেছে এটা তো তাদের ইতিবাচক দিক।’

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্রদাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের দাবি-দাওয়ার বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। দাবি বাস্তবায়নের বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’

ভোটকেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ‘হ্যাঁ, ভোটকেন্দ্র হলে রাখার দাবিও জানিয়েছে তারা।’

এছাড়াও সংবাদ সম্মেলনে তারা আরও কয়েকটি দাবি জানিয়েছেন তাদের দাবিগুলো হচ্ছে: প্রত্যেকটি রুটে বাসে সংখ্যা বৃদ্ধি করতে হবে, পুরাতন ডাবল ডেকার বাস পরিবর্তন করে নতুন ডাবল ডেকার বাস দিতে হবে, সাধারণ বাস পরিবর্তন করে নতুন বাস দিতে হবে, বাস চলাচলের শেষ সময় লাইব্রেরি বন্ধের সময়ের সঙ্গে সমন্বয় করতে হবে, বাসে ওয়াই-ফাই সুবিধা চালু করতে হবে, বাসরুট বাড়াতে হবে, বিআরটিসির পক্ষ থেকে দক্ষ ড্রাইভার হেলপার নিয়োগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাল্গুনী বাসের সভাপতি নুর মো. বাপ্পী, বৈশাখী বাসের সভাপতি মো. শামীম, আনন্দ বাসের সভাপতি মাহমুদুল হাসান শুভসহ সম্মিলিত বাস রুট কমিটির নেতৃবৃন্দ।

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন