X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

‘রিকশায় বসেই পুড়েছে আমার ভাই’

তাসকিনা ইয়াসমিন
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২

দগ্ধ হাজি সালাউদ্দিন আমার ভাই হাজি সালাউদ্দিন (৪৫) কাজ শেষে দোকান বন্ধ করে রিকশায় বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুন ছড়িয়ে যায় রাস্তায়। সেই আগুন রিকশায় লেগে আমার ভাই পুড়ে গেছে। সে এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। কথাগুলো বলছিলেন চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সালাউদ্দিনের ভাই হাজি নাসির।

হাজি নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ মানুষ এখনও ঠিকমতো বলতে পারছে না আগুন কীভাবে লাগলো। পেছন থেকে লাগা আগুন হঠাৎ আমার ভাই যে রিকশায় করে আসছিল সেখানে লেগে যায়। পরে তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

হাজি সালাউদ্দিনের বন্ধু আনোয়ার হোসেন বলেন, আমরা চকবাজারেই থাকি। শব্দ শুনে ছুটে আসি। প্রথমে একটা পিকআপে আগুন লাগে। সেখান থেকে ট্রান্সমিটারে আগুন লাগে। সেখান থেকে হোটেলের সিলিন্ডারে আগুন লেগেছে। কীভাবে পিকআপে আগুন লাগে বলতে পারবো না। ১৫ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। ওই সময় চকবাজারে খুব জ্যাম ছিল। আগুনে সালাউদ্দিনসহ রিকশাওয়ালাও পুড়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন সালাউদ্দিনের শরীরের ১০ অংশ পুড়ে গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন সে (সালাউদ্দিন) সুস্থ হয়ে যাবে। আমরা সেই আশায় আছি।
এদিকে চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছেন গাড়িচালক আনোয়ার হোসেন (৫৫)। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আনোয়ারের ফুপাতো বোন ডলি বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাতে যখন চকবাজারে এ ঘটনা ঘটে তখন আমার ভাই আনোয়ার গাড়ি নিয়ে সেখানে গিয়েছিল। তার অবস্থা এখন বলতে পারছি না। হাসপাতালে আসার পর আমরা আর তাকে দেখতে পাইনি।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিতার চ্যালেঞ্জ
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিতার চ্যালেঞ্জ
নীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
শুভেচ্ছা বার্তায় রুহিন হোসেন প্রিন্সনীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি আজ
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি আজ
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা
আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা