X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘রিকশায় বসেই পুড়েছে আমার ভাই’

তাসকিনা ইয়াসমিন
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২

দগ্ধ হাজি সালাউদ্দিন আমার ভাই হাজি সালাউদ্দিন (৪৫) কাজ শেষে দোকান বন্ধ করে রিকশায় বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুন ছড়িয়ে যায় রাস্তায়। সেই আগুন রিকশায় লেগে আমার ভাই পুড়ে গেছে। সে এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। কথাগুলো বলছিলেন চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সালাউদ্দিনের ভাই হাজি নাসির।

হাজি নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ মানুষ এখনও ঠিকমতো বলতে পারছে না আগুন কীভাবে লাগলো। পেছন থেকে লাগা আগুন হঠাৎ আমার ভাই যে রিকশায় করে আসছিল সেখানে লেগে যায়। পরে তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

হাজি সালাউদ্দিনের বন্ধু আনোয়ার হোসেন বলেন, আমরা চকবাজারেই থাকি। শব্দ শুনে ছুটে আসি। প্রথমে একটা পিকআপে আগুন লাগে। সেখান থেকে ট্রান্সমিটারে আগুন লাগে। সেখান থেকে হোটেলের সিলিন্ডারে আগুন লেগেছে। কীভাবে পিকআপে আগুন লাগে বলতে পারবো না। ১৫ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। ওই সময় চকবাজারে খুব জ্যাম ছিল। আগুনে সালাউদ্দিনসহ রিকশাওয়ালাও পুড়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন সালাউদ্দিনের শরীরের ১০ অংশ পুড়ে গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন সে (সালাউদ্দিন) সুস্থ হয়ে যাবে। আমরা সেই আশায় আছি।
এদিকে চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছেন গাড়িচালক আনোয়ার হোসেন (৫৫)। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আনোয়ারের ফুপাতো বোন ডলি বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাতে যখন চকবাজারে এ ঘটনা ঘটে তখন আমার ভাই আনোয়ার গাড়ি নিয়ে সেখানে গিয়েছিল। তার অবস্থা এখন বলতে পারছি না। হাসপাতালে আসার পর আমরা আর তাকে দেখতে পাইনি।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা