X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভবনগুলো যেন ‘সেলফ্ মেইড এক্সপ্লোসিভ’: শাকিল নেওয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০

চকবাজারে আগ্নিকাণ্ড ‘পুরান ঢাকার ভবনে ভবনে যেন সেলফ্ মেইড এক্সপ্লোসিভ রাখা হয়েছে। যা যেকোনও মুহূর্তে এমন বড় বড় দুর্ঘটনা ঘটাতে সক্ষম। এছাড়া সরু রাস্তা, পানির সংকটসহ স্ট্রাকচারাল সমস্যা তো রয়েছেই।’ এভাবেই সাংবাদিকদের কাছে নিজের অভিজ্ঞতার বর্ণনা দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ। চকবাজারের চুড়িহাট্টায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস বেশ ঝামেলায় পড়ে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘পুরান ঢাকাকে অবকাঠামোগতভাবে নতুন করে সাজাতে না পারলে অদূর ভবিষ্যতে আরও বেশি মূল্য দিতে হবে। আবাসিক এলাকায় বেআইনিভাবে প্লাস্টিক দানা ও কেমিক্যালসহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ সংরক্ষণ করা হচ্ছে। যা সেলফ্ মেইড এক্সপ্লোসিভ (নিজ থেকেই বিস্ফোরকে পরিণত হওয়া) এর মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনই এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া না হলে যে কোনও মুহূর্তে আরও বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’ চকবাজারে আগ্নিকাণ্ড

৯ বছর আগে চুড়িহাট্টার ও অগ্নিকাণ্ডের মতোই ঘটনা ঘটে পুরনো ঢাকার নিমতলীতে। ২০১০ সালের ৩ জুন আগুনে প্রাণ দিতে হয়েছিল ১২৪ জনকে। প্লাস্টিক দানা ও বিভিন্ন ধরনের কেমিক্যালের গোডাউনের কারণে সেখানেই চুড়িহাট্টার মতোই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ধ্বংস্তূপে পরিণত হয়েছিল নিমতলী। তখনও কেমিক্যাল ব্যবসা পুরনো ঢাকা থেকে সরানোর কথা উঠেছিল। আবারও একই ধরনের ঘটনা ঘটলো।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এই ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন- 




আগুন দেখে শাটার বন্ধ, ভেতরে দগ্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের: ওবায়দুল কাদের

মুহূর্তেই মৃত্যুপুরি! (ফটোস্টোরি)

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে, ৭০ লাশ উদ্ধার 

'এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে'

চকবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটি

/আরজে/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক